মার্কিন প্রতিনিধিদলের বাংলাদেশ সফরের মধ্যেই ঢাকা ত্যাগ করেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।
কূটনৈতিক সূত্রে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে পিটার হাস হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন।
এর আগে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন পিটার হাসের ঢাকা ছাড়ার খবর নিয়ে আলোচনা-সমালোচনা বাড়তে শুরু করে। পিটার হাস কোথায় যাচ্ছে? একেবারেই কি চলে গেলেন? নির্বাচন নিয়ে সব উদ্যোগে ব্যর্থ হয়েই কি ফিরে গেলেন? ঢাকা থেকে পিটার হাসের আচরণে কোনো অসন্তোষের কথা ওয়াশিংটনকে জানানো হয়েছে কি না ইত্যাদি। এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন বলেছিলেন, পিটার হাস কোথায় গেছেন সরকার জানে। তবে বাংলাদেশের বাইরে মার্কিন রাষ্ট্রদূতের অবস্থান সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হবে না।
এবারো পিটার হাসের ঢাকা ত্যাগ করার ব্যাপারে ব্যাতিক্রম কিছু হয়নি। তিনি কোথায় যাচ্ছেন? একেবারেই কি চলে গেলেন কি না ? সে বিষয়ে কোন তথ্য পাওয়া যায় নি।
এর আগে, গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) তিন দিনের সফরে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির বিশেষ সহকারী এবং মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) দক্ষিণ এশিয়া বিষয়ক সিনিয়র ডিরেক্টর আইলিন লাউবাচার; ইউএসএআইডির সহকারী প্রশাসক ও ব্যুরো ফর এশিয়া অফিসার মাইকেল শিফার এবং মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপ-সহকারী সচিব আফরিন আখতার ঢাকায় এসেছেন।