পর্যটন নগরী কক্সবাজারের সুগন্ধা সৈকতের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু সৈকত করার খবর অনলাইনে ছড়িয়ে পড়েছে। তবে এ খবর সত্য নয় বলে জানিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রথীন্দ্র নাথ রায় সারাবাংলাকে বলেন, খবরটি সত্য নয়। মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি। এমন কোনো ঘটনা ঘটেনি।
এ সময় যুগ্ম সচিব বৈঠকে আছেন বলে বেশি কথা বলতে রাজি হননি। তবে তথাকথিত বিজ্ঞপ্তিটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও পাওয়া যায়নি।
এর আগে সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে বেশ কয়েকটি সংবাদমাধ্যম জানায়, কক্সবাজারের ঐতিহ্যবাহী সুগন্ধা সমুদ্র সৈকতের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু সৈকত রাখা হয়েছে। এছাড়া কলাতলী ও সুগন্ধা সৈকতের মধ্যবর্তী স্থানটির নামকরণ করা হয়েছে বীর মুক্তিযোদ্ধাদের নামে।
তবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বা সরকারি মুদ্রণ অফিসের ওয়েবসাইটে এ সংক্রান্ত কোনো আদেশ বা প্রজ্ঞাপন পাওয়া যায়নি। মন্ত্রণালয়ও এ ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা অস্বীকার করেছে।