Saturday , November 23 2024
Breaking News
Home / International / এফবিআইয়ের ভুলে ১৩০ মিলিয়ন ডলার ক্ষতিপূরন দিতে হচ্ছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগকে

এফবিআইয়ের ভুলে ১৩০ মিলিয়ন ডলার ক্ষতিপূরন দিতে হচ্ছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগকে

গোটা বিশ্বের মোড়ল খ্যাত দেশ যুক্তরাষ্ট্র। অর্থনৈতিক এবং উন্নত প্রযুক্তি সম্পন্ন একটি দেশ। দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। সংস্থাটির পূর্ননাম ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। সম্প্রতি এই সংস্থাটির একটি ভুলের খেসারত হিসেবে ১৩০ মিলিয়ন ডলার ক্ষতিপূরন দিচ্ছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।

দু’মাস আগে এফবিআই দু’দফায় জানতে পারে, ফ্লোরিডার মায়ামীর পার্কল্যান্ড এলাকার মারজোরি স্টোনম্যান ডগলাস হাই স্কুলে ব/ন্দু/ক/ধা/রী স/ন্ত্রা/সী হা/ম/লা চালাতে পারে। এমন তথ্য জানানো সত্বেও ২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি ঐ স্কুলে নির্বিচার গু/লি/ব/র্ষ/ণের ঘটনা রোধে যথাযথ পদক্ষেপ গ্রহণে চরম ব্যর্থতার খেসারত হিসেবে গু/লি/তে নিহত ১৭ জনের স্বজন এবং গুরুতরভাবে আ/হ/ত আরো ১৭ জনকে মোট ১৩০ মিলিয়ন ডলার (১১০০ কোটি টাকা) দিচ্ছে যুক্তরাষ্ট্র বিচার বিভাগ। বিচার বিভাগের এই আপস রফায় উল্লেখ করা হয়েছে যে, ঐ ব/ন্দু/ক হাম/লা/র ৬ সপ্তাহ আগে ঘা/ত/ক নিকলাস ক্রুজ (২৩) তার ইনস্টগ্রামে পোস্ট দেয় তার মা/র/না/স্ত্র সম্পর্কে। এটি দেখে এক নারী এফবিআইকে সতর্ক করেছিলেন যে, ‘আমি মনে করছি সে হ/ত্যা/য/জ্ঞ চালাতে পারে।’ এর ঠিক ৪০ দিন পরই নিকলাস স্কুলে হা/ম/লা চালায়।

এমন হ/ত্যা/য/জ্ঞে/র দুদিন পর এফবিআই স্বীকার করে, তারা আভাস পেয়েছিলেন কিন্তু প্রটোকল অনুযায়ী তদন্তে নামতে পারেনি। এমন গাফিলতির চরম মূল্য দিতে হয়েছে ১৭ জনকে নির্বিচার গু/লি/র ভিকটিম হিসেবে এবং আরো ১৭ জনকে গু/লি/বি/দ্ধ হয়ে মৃ/ত্যু/র সাথে পাঞ্জা লড়ে। সেই ঘটনার বিচার শুরুর পর্বেই ঘা/ত/ক নিকলাস দোষ স্বীকার করেছে গত মাসে। সামনের বছরের শুরুতেই জুরিবোর্ড নির্ধারণ করবেন নিকলাসের শাস্তির ধরন। তার মৃ/ত্যু/দ/ণ্ড হবে নাকি যাব/জ্জী/বন কা/রা/গারে থাকতে হবে সেটি স্থির করা হবে। আগে সতর্ক করা সত্বেও এফবিআই যথাযথ পদক্ষেপ না নেয়ার তথ্য জানার পরই হ/তা/হ/ত/দের পক্ষ থেকে বিচার বিভাগের বিরুদ্ধে ক্ষতিপূরণের মামলা করা হয়। তারই পরিপ্রেক্ষিতে বিচার বিভাগ সংশ্লিষ্টদের সাথে সমঝোতায় উপনীত হয় বলে ২২ নভেম্বর মামলা পরিচালনাকারী ল’ ফার্ম পোডহার্স্ট ওরস্যাক এক বিবৃতিতে জানায়। ক্ষতিপূরণের অর্থের পরিমাণ সম্পর্কে বিচার বিভাগ নিশ্চিত না করলেও এই মামলার সাথে জড়িত অন্তত: দুই কর্মকর্তা গণমাধ্যমকে ১৩০ মিলিয়ন ডলারের কথা জানিয়েছেন।

২০১৮ সালের ১৪ ফেব্রুয়ারি একটি ঘটনাকে ঘিরে এমন অর্থনৈতিক ক্ষতিপূরন দিতে বাধ্য হচ্ছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। ঐ ঘটনায় ১৭ জনের প্রানহানি ঘটেছে এবং গুরুতর ভাবে আ/হ/ত হয়েছে আরো ১৭ জন। এই সকল ব্যক্তিদের উদ্দেশ্যে ১৩০ মিলিয়ন ডলার ক্ষতিপূরন দিচ্ছে দেশটি।

About

Check Also

বাংলাদেশ নিয়ে ভারতীয় সাংবাদিকের অভিযোগ, যা বলল যুক্তরাষ্ট্র

বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ নিয়ে ভারতীয় মিডিয়া এবং সাংবাদিকদের পক্ষ থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন দাবি তোলা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *