চলতি বছরের শুরুতে দুটি সিনেমা নিয়ে পর্দায় হাজির হচ্ছেন ঢাকাই চলচ্চিত্র অভিনেত্রী অপু বিশ্বাস। এক মাসে তার দুটি সিনেমা মুক্তি পাওয়ায় বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী।
এসব বিষয়ে কথা বলার পাশাপাশি শাকিব খানকে নিয়েও কথা বলেন অপু বিশ্বাস। তার মতে, প্রতিনিয়ত নিজেকে ভাঙছেন সাকিব। শাকিবকে নিয়ে অপু বলেন, “এমন একটা হার্টথ্রব যুগে যুগে তৈরি হয়। হার্টথ্রব হতে আসলেই যুগ লাগে। সেই সময় আর আসবে না, বলবো না।’
এ অভিনেত্রী আরও বলেন, শাকিব খান কিন্তু কাউকে আটকে রাখেননি। তিনি অন্য শিল্পীদের একই সুযোগ দেন, তার অবস্থানে থাকা অন্যরা কখনই সেই সুযোগ দিতেন না এবং কথাও বলতেন না। বুঝে শুনে কথা বলছেন শাকিব খান। প্রত্যেক ব্যক্তি তার যোগ্যতা নিয়ে আসবে। সে (সাকিব) তার যোগ্যতা দিয়ে আজ যেখানে আছে সেখানে পৌঁছেছে এবং নিজেকে প্রমাণ করেছে। তিনি প্রতিনিয়ত প্রশংসিত কাজ উপস্থাপন করছেন।’
অতীতের কথা স্মরণ করে অপু বিশ্বাস বলেন, ‘এক সময় এক ঈদে আমার পাঁচটি ছবি মুক্তি পেত। কাজ শুরুর পর থেকে এক মাসে দু-তিনটি সিনেমা মুক্তি পায়। মাঝে মাঝে কাজে একটু অনিয়মিত ছিলাম। যার কারণে ধারাবাহিকতা রাখতে পারিনি। সেই বিরতির পর, আমি কাজে নিয়মিত হয়ে গেলাম, এখন আমার দম ধরার সময় নেই।