ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) কারাগারে প্রিসন সাংমা (৩০) ও সামসাদ আলী গুল্লার (৩২) নামে দুই বন্দির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে সামসাদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আর হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন কারা সাংমা সোমবার বেলা ২টার দিকে মারা যান।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ জানান,প্রিসন সাংমার বাড়ি শেরপুরের ঝিনাইগাতী থানার বাকাকোড়া গ্রামে। বাবার নাম জনসন মারাক। বর্তমানে রাজধানীর দক্ষিণখান মিয়াপাড়া এলাকায় থাকতেন। তিনি জানান, উত্তরা পশ্চিম থানায় গত ১৮ জানুয়ারি মানব পাচার প্রতিরোধ আইনের-১১/১২/১৩ ধারায় তার বিরুদ্ধে মামলা হয়। মামলা নম্বর ১৩। চিকিৎসার জন্য ১১ ফেব্রুয়ারি তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
এদিকে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, সকালে সামসাদ আলী গুল্লারকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন কারারক্ষীরা। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, সামসাদের বাবার নাম শওকত আলী। তিনি মিরপুর ১২ নম্বর সেকশনে থাকতেন। তবে তার মামলার বিস্তারিত জানা যায়নি।