ইসরায়েলের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগে ১৮ মাস ধরে কাতারে বন্দী থাকা ৮ প্রাক্তন ভারতীয় নৌবাহিনী অফিসার অবশেষে মুক্তি পেয়েছেন। এর মধ্যে ৭ জন ইতিমধ্যে দেশে ফিরেছেন।
সোমবার (১২ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ভারতের বিদেশ মন্ত্রক বলেছে যে ভারত সরকার কাতারে বন্দী আট ভারতীয়ের প্রত্যাবর্তনকে স্বাগত জানায়। তারা দাহরা গ্লোবাল কোম্পানিতে কাজ করত। আটজনের মধ্যে সাতজন ইতিমধ্যেই ভারতে ফিরেছেন। এই ভারতীয়দের মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কাতারের আমির। আমরা এটাকে স্বাগত জানাই।
মুক্তিপ্রাপ্ত প্রাক্তন ভারতীয় নৌবাহিনী কর্মকর্তারা হলেন- ক্যাপ্টেন নভতেজ সিং গিল, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ঠ, কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার ভার্মা, কমান্ডার সুগুনাকর পাকালা, কমান্ডার সঞ্জীব গুপ্ত, কমান্ডার অমিত নাগপাল এবং সীম্যান রাগেশ।
ভারতীয় নৌবাহিনীর এই প্রাক্তন অফিসাররা দেরা গ্লোবাল নামের এই প্রাইভেট কোম্পানির মাধ্যমে কাতারি নৌবাহিনীতে কাজ করতেন। সেখানে কাজ করার সময় এই কর্মকর্তারা গোপন তথ্য ইসরায়েলে পাচার করেছেন বলে অভিযোগ রয়েছে। ২০২২ সালের আগস্টে তাদের গ্রেপ্তার করা হয়েছিল। তারপর থেকে তারা কারাগারে ছিলেন।
গত বছরের অক্টোবরে কাতারের একটি আদালত গুপ্তচরবৃত্তির দায়ে এই ৮ ভারতীয়কে মৃত্যুদণ্ড দেয়। এরপর মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই কর্মকর্তাদের মুক্তির জন্য কূটনৈতিক তৎপরতা শুরু করে ভারত। পরে বছরের শেষ পর্যন্ত তাদের মৃত্যুদণ্ড স্থগিত করা হয়। অবশেষে ভারতের ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টায় মধ্যপ্রাচ্যের দেশটি তাদের সবাইকে মুক্তি দেয়।