ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুই বাসের চালকসহ ৮ যাত্রী আহত হয়েছেন। বুধবার (৩১ জানুয়ারি) সকাল ৮টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কে উপজেলার তালমার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুর কোতয়ালী থানার এসআই শরীফ লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা থেকে ফরিদপুরগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস তালমা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাদারীপুরগামী একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের চালকসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।
আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে। এদিকে এ ঘটনায় প্রায় দেড় ঘণ্টা মহাসড়কের উভয় পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এবং যান চলাচলের ব্যবস্থা করে দেয়।