চট্টগ্রামের যাত্রীদের সরাসরি সৌদি আরবে নিতে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছে সৌদি আরব এয়ারলাইন্স (সৌদিয়া)। ১ মার্চ থেকে যাত্রীদের সরাসরি জেদ্দায় নিয়ে যাবে বিমান সংস্থাটি।
সৌদি আরব ও বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, ইতোমধ্যে ফ্লাইট পরিচালনার সব ধরনের অনুমতি নেওয়া হয়েছে। জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সপ্তাহে ৪ দিন ফ্লাইট চলবে।
সৌদিয়া এই রুটে বোয়িং ৭৭৭-৩০০-ইআর বিমান দিয়ে ফ্লাইট পরিচালনা করবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বর্তমানে চট্টগ্রাম-জেদ্দা রুটে একমাত্র ফ্লাইট পরিচালনা করছে।
সৌদিয়া বর্তমানে ঢাকা থেকে রিয়াদ, দাম্মাম, জেদ্দা, মদিনায় ফ্লাইট পরিচালনা করে।