সম্প্রতি দ্বাদশ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগের ভারতের একক সমার্থন ব্যাপক আলোচনার সৃষ্টি হচ্ছে জনগণের মধ্যে। ভারতের নিলজ্জের মতো সমার্থন দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার হরণকে মেনে নিতে পারছে সাধারন মানুষ।দেশ মানুষের সমার্থন না করে নিজেদের স্বার্থে একটি দলকে অবৈধ্য ভাবে ক্ষমতায় থাকতে সহযোগিতা করা বন্ধু দেশ হিবেসে মেনে নিতে পারছে বাংলাদেশের মানুষ। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন রাজনীতিবিদ গোলাম মাওলা রনি হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
ভারত খেদাও আন্দোলন ! দিল্লীর চোখ কপালে উঠেছে ! মালদ্বীপের চেয়েও ভয়ংকর কিছু ঘটার আশংকা !
প্রসঙ্গত, আওয়ামীলীগ সরকারকে সমার্থন করে জনগণের আকাঙ্খা উপেক্ষা করে ক্ষমতা বসতে নিরব সহযোগিতা বাংলাদেশের মানুষ মেনে নিতে পারছে না।কিন্তু আওয়ামীলীগের পক্ষ থেকে বলা হচ্ছে ভারত নির্বাচন নিয়ে কোনো ধরনের হস্তক্ষেপ করেনি অথচ বাস্তবে কি ঘটঠে তা এ দেশের মানুষ দেখেছে।