প্রবাসীদের দারুণ সুখবর দিল কুয়েত। আজ রোববার (২৮ জানুয়ারি) থেকে দেশে ফ্যামিলি ভিজিট ভিসা চালু হবে। এমন খবরে খুশি প্রবাসীরা।
কুয়েতের উপ-প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহদ আল-ইউসেফের নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে এ বিষয়ে কিছু শর্ত দিয়েছে দেশটি। প্রবাসী যারা তাদের পরিবারকে কুয়েতে আনতে চান তাদের আরও কঠোরতার মধ্য দিয়ে যেতে হবে।
প্রবাসীরা যারা তাদের পরিবারকে কুয়েতে আনতে ভিজিট ভিসার জন্য আবেদন করতে ইচ্ছুক তাদের অবশ্যই বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি এবং ৮00 দিনার মাসিক বেতনের প্রমাণ থাকতে হবে; যা বাংলাদেশি টাকায় তিন লাখের ওপরে। এমন পরিস্থিতিতে হতাশ সাধারণ প্রবাসীরা।
যদিও এক সময় কুয়েতে ভিজিট ভিসা পাওয়া খুব সহজ ছিল। কিন্তু অনেকেই ভ্রমণ করে দেশে না ফেরায় ভিজিট ভিসা বন্ধ করে দেয় দেশটি। কুয়েতে বর্তমানে আড়াই লাখের বেশি প্রবাসী বাংলাদেশি রয়েছেন। কুয়েতের মোট ৪.৬ মিলিয়ন জনসংখ্যার প্রায় ৩.২ মিলিয়ন বিভিন্ন দেশ থেকে আসা অভিবাসী।