Wednesday , November 13 2024
Breaking News
Home / Entertainment / মায়ের মৃত্যুর পর ভক্তদের উদ্দেশ্যে যা বললেন আরিফিন শুভ

মায়ের মৃত্যুর পর ভক্তদের উদ্দেশ্যে যা বললেন আরিফিন শুভ

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভর মা খায়রুন নাহার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৪ জানুয়ারি) রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মা”রা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।

মা-পাগল ছেলে আরিফিন শুভ স্বাভাবিকভাবেই মায়ের মৃত্যুতে শোকাহত। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এই অভিনেতা তার মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফায়েড পেজে একটি আবেগঘন পোস্ট দেন।

পোস্টে মায়ের সঙ্গে দেখা গেছে আরিফিন শুভকে। মা-ছেলের সুন্দর মুহূর্তের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘আমার মা আল্লাহর কাছে চলে গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গত ২১ জানুয়ারি বিকেলে মা হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে জীবনের শেষ যুদ্ধে লড়েছিলেন মা।

তিনি আরও লিখেছেন, ‘মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে সেটা শেষ হয়েছে ২৪ জানুয়ারি রাত ১১টা ৫৫ মিনিটে। বাদ ফজর ঢাকার কালোনী কেন্দ্রীয় জামে মসজিদ ও জামেউল উলুম মাদরাসা কমপ্লেক্সে জানাজা শেষে মাকে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।’

সবশেষ ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের কাছে মায়ের জন্য দোয়া প্রার্থনা করে তিনি লিখেছেন, ‘এর আগেও আপনার সবাই আমার মায়ের জন্য দোয়া করেছেন এবারও আপনারা আমার মাকে দোয়ায় রাখবেন, ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ মুক্তির পর থেকেই আলোচনায় রয়েছেন আরিফিন শুভ। ছবিতে শেখ মুজিবুর রহমানের চরিত্রে অভিনয় করেছেন তিনি। তার অভিনয় নিয়ে আলোচনা হয়েছে বিভিন্ন মহলে।

এদিকে গত বছরের নভেম্বরে নতুন একটি ওয়েব সিরিজে শুভর অভিনয়ের খবর সামনে আসে। ‘লহু’ নামের সিরিজটি প্রযোজনা করবে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। এই সিরিজে প্রথমবারের মতো কলকাতার সোহিনীর সঙ্গে জুটি বাঁধবেন আরিফিন শুভ।

 

 

About bisso Jit

Check Also

‘মুজিব’ সিনেমায় তিশার অভিনয় নিয়ে সমালোচনা, মুখ খুললেন ফারুকী

অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমায় অভিনয়ের পরিপ্রেক্ষিতে তার স্বামী নির্মাতা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *