Friday , September 20 2024
Breaking News
Home / National / সংসদে চিফ হুইপ ও হুইপের কাজ কী?

সংসদে চিফ হুইপ ও হুইপের কাজ কী?

দ্বাদশ জাতীয় সংসদের সরকারি দলের হুইপ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা (নড়াইল-২)সহ পাঁচজন এমপি।

মাশরাফির পাশাপাশি বাকি চারজন হলেন আবু সাঈদ স্বপন, ইকবালুর রহিম, নজরুল ইসলাম বাবু ও সাইমুম সরওয়ার কামাল। এদের মধ্যে আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও ইকবালুর রহিম বিগত একাদশ জাতীয় সংসদে হুইপের দায়িত্বে ছিলেন।

গত ১০ জানুয়ারি সংসদ সদস্যদের শপথের দিন ক্ষমতাসীন দল জানায়, নূর-ই আলম চৌধুরী লিটন চিফ হুইপ হিসেবে বহাল থাকবেন।

রাষ্ট্রপতির কার্যালয় থেকে শিগগিরই চিফ হুইপসহ সরকারি দলের হুইপ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হতে পারে।

চিফ হুইপ ও হুইপের কাজ

চিফ হুইফ হলেন সংসদে সরকারি দলের মুখপাত্র। চিফ হুইপের সঙ্গে কয়েকজন হুইপ থাকেন। তারা সবাই সংসদ সদস্য। চিফ হুইপ ও হুইপের প্রধান কাজ সংসদে দলীয় শৃঙ্খলা রক্ষা করা।

হুইপের দায়িত্বের মধ্যে সংসদ বা আইনসভায় তার দলের সদস্যদের নিয়মিত উপস্থিতির ব্যবস্থা করাও অন্তর্ভুক্ত। সংসদে বিল পেশ করা হলে দলের সকল সদস্যরা যাতে দলের পক্ষে ভোট দেয় তা নিশ্চিত করা।

রাজ্যের শ্রেণিবিন্যাস অনুসারে, চিফ হুইপ পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা উপভোগ করেন। আর হুইপ প্রতিমন্ত্রীর পদমর্যাদা ভোগ করেন।

About Zahid Hasan

Check Also

জাহ্নবী কাপুরের ভিডিও ভাইরাল (ভিডিও)

মন্দিরের সিঁড়ির একপাশে অসংখ্য ভাঙা নারিকেল। তার পাশে থেকে হামাগুড়ি দিয়ে উপরে উঠছেন বলিউড অভিনেত্রী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *