রাজধানীর উত্তরায় মসজিদের ভেতরে তাবলিগ-জামাতের মুসল্লিদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের রাজা লক্ষ্মী তাকওয়া মসজিদে এ ঘটনা ঘটে। এতে সোলেমান নামে এক মুসল্লি গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
আসন্ন বিশ্ব ইজতেমাকে সামনে রেখে মাওলানা সাদের ২৫ অনুসারীর একটি জামাত মসজিদে অবস্থান করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। রাতে এশার নামাজের পর মসজিদের তৃতীয় তলায় জামাত মাশওয়ারায় অংশ নিলে তাদের ওপর অতর্কিত হামলা হয়। এ সময় মসজিদের ভেতর থেকে তাদের ব্যবহৃত জিনিসপত্র রাস্তায় ফেলে দিতে দেখা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সদপন্থী উপাসক অভিযোগ করেন, হঠাৎ ৩০-৪০ জনের একটি বাহিনী এসে আমাদের মারধর করে। মারধরের শিকার ব্যক্তিরা দাবি করেছেন, মসজিদের খতিব মুফতি কেফায়েত উল্লাহ আজহারী হামলার প্ররোচনা দিয়েছেন।
অভিযোগের বিষয়ে মুফতি কেফায়েত উল্লাহ আজহারী যুগান্তরকে বলেন, আমি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ায় মাহফিলের মঞ্চে আছি। যারা আমাকে ইন্ধনদাতা বলে তারা সম্পূর্ণ মিথ্যাচার।
এ বিষয়ে ডিএমপির উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শাহজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে যুগান্তরকে বলেন, মসজিদটি জোবায়ের গ্রুপের ব্যবস্থাপনায় পরিচালিত হয়। ওখানে সাদ গ্রুপের তাবলিগ-জামাতের লোকজন আসছে। জোবায়েরপন্থি যারা আছে, তারা ওদেরকে (সাদপন্থি) থাকতে দেবে না।
ডিসি বলেন, সাদ অনুসারীরা মসজিদে প্রবেশ করায় জিনিসপত্রসহ তাদের বের করে দেওয়া হয়েছে। আমরা উভয় পক্ষের সঙ্গে কথা বলে বিষয়টি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছি।