দেশে এক শ্রেনীর প্রতারক চক্র রয়েছে যারা কিনা নানা কৌশলে জাল নোট তৈরি করে বাজারে ছাড়ছে। বিশেষ করে লটারী বা কুপনের ক্ষেত্রে এই নোট গুলো বেশি ব্যবহৃত হচ্ছে। সম্প্রতি লালমনিরহাটে এক ব্রিজের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় এক হাজার নোটের ৬৬টি বান্ডিল পাওয়া গেছে। এই বিষয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে নোট গুলো জাল এবং নোট গুলোতে ‘সাথী সংঘ, লাকী কুপন, ভাগ্য পরিবর্তন ইত্যাদি বিষয়বলি লেখা রয়েছে।
লালমনিরহাটে পরিত্যক্ত অবস্থায় একটি ব্রিজের নিচ থেকে জাল টাকার ৬৬টি বান্ডিল উদ্ধার করেছে পু/লি/শ। বুধবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টায় শহরের জেলখানা রোডের খোর্দ্দসাপটানা এলাকার একটি ব্রিজের নিজ থেকে ওই টাকা উদ্ধার করা হয়।
পু/লি/শ ও স্থানীয়রা জানান, এক ব্যক্তি মাছ ধরতে গিয়ে কিছু ছেড়া টাকা দেখতে পান। এরপর পু/লি/শ/কে খবর দেন। তাৎক্ষণিক পু/লি/শ ঘটনাস্থলে গিয়ে ব্রিজের নিচ থেকে এক হাজার টাকার ৬৬টি বান্ডিল উদ্ধার করে। প্রত্যেক বান্ডিলে একশটি করে নোট ছিলো। টাকাগুলোর পিছনে লেখা ছিলো, ‘সাথী সংঘ, লাকী কুপন, ভাগ্য পরিবর্তন।’ ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত সবগুলো টাকার নোট জাল।
ওই এলাকার নিশি রায় (৪৫) জানান, আমি উদ্ধারকৃত ভেজা টাকাগুলো নেড়ে দেখেছি সবগুলোই জাল টাকার নোট। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম জানান, আমরা এক হাজার টাকার ৬৬টি বান্ডিল উদ্ধার করেছি। ধারণা করা হচ্ছে সবগুলোই জাল টাকার নোট।
এদিকে জাল নোট প্রতিরোধে সরকার বিশেষ ভাবে কাজ করছে। অবশ্যে এই প্রতারক চক্র গুলো বিভিন্ন অনুষ্ঠানকে ঘিরে বেশ সক্রীয় হয়ে উঠে এবং নানা কৌশলে জাল নোট গুলো বাজারে ছাড়ে। ইতিমধ্যে এমন অপরাধের সাথে জড়িত অনেককেই গ্রেফতার করেছে প্রশাসন। এবং এই অপরাধ নিমূলে নানা ধরনের কৌশলী অবস্থান নিয়েছে প্রশাসন।