Saturday , November 23 2024
Breaking News
Home / Countrywide / হাসানুল হক ইনুকে হারানো সেই কামারুলকে জমকালো সংবর্ধনা

হাসানুল হক ইনুকে হারানো সেই কামারুলকে জমকালো সংবর্ধনা

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের বিজয়ী সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিনকে জমকালো সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার হালসা মাধ্যমিক বিদ্যালয় মাঠে আমবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগ এ সংবর্ধনার আয়োজন করে।

ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোশাররফ হোসেন মুসার সভাপতিত্বে ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মুকুলের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব কামারুল আরেফিন বলেন, আমি আওয়ামীলীগের একজন ব্যক্তি। আমি শেখ হাসিনার মানুষ, আমি মিরপুর-ভেড়ামারার মানুষ। আমি জয় বাংলার মানুষ, আমি তোমার মানুষ, তাই মিরপুর-ভেড়ামারাবাসী পিছিয়ে থাকবে না। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের জোয়ার বইবে।

এছাড়াও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব আব্দুল হালিম।

এ সময় উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুজ্জামান মজনু বিশ্বাস, মিরপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য সুরঞ্জন ঘোষ ও স্থানীয় নেতাকর্মীরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও ড. সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিন জাসদ সভাপতি ও তিনবারের সংসদ সদস্য হাসানুল হক ইনুকে পরাজিত করেন। হাসানুল হক ইনু ১৪টি দল থেকে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল আরেফিন স্বতন্ত্র নির্বাচন করায় আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে বিপুল ভোটে তাকে বিজয়ী করেন।

About Zahid Hasan

Check Also

থানায় অভিযোগ জানাতে গিয়ে উল্টো কট ব্যারিস্টার শাহজাহান ওমর

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সাবেক আলোচিত সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ শাহজাহান ওমরকে কাঁঠালিয়া থানার একটি মামলায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *