মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে একটি ছোট আকারের বিমান দুর্ঘ’টনার মুখে পড়ে বি’ধ্ধ’/স্ত হয়, কিন্তু কাক’তালীয়ভাবে ঐ বিমানে থাকা একটি ১১ বয়সী শি’/’শু বেঁচে যায়। ওই দূর্ঘ’টনায় ৪ জনের প্রয়ান খবর পাওয়া গেছে। উইলিয়াম চার্চ যিনি সেখানকার শার্লেভিক্স কাউন্টি শেরিফ লেফটেন্যান্ট হিসেবে রয়েছেন তিনি বলেছেন, বিমানটি মিশিগান লেকের উত্তরে, শেরলেভিকস শহরের ৪০ মাইল উত্তর-পশ্চিমে বিভোর নামক একটি দ্বীপের কাছে বি’/ধ্ব’স্ত হয়েছে।
ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিন্সট্রেশন (এফএএ) জানায়, ব্রিটন-নরম্যান বিএন২পি বিমানটি অবতরণের সময় দুপুর আড়াইটার দিকে বি’ধ্ব/স্ত হয়। মার্কিন কোস্ট গার্ডের একটি বিমান সে সময় ওই দ্বীপে প্রশিক্ষণ নিচ্ছিলো। এরপর ওই দূর্ঘটনায় বেঁচে থাকা ওই শি’/শু ও তার বাবাকে পেটস্কির ম্যাকলারেন নর্দান মিশিগান হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে যাওয়ার পর ওই শি’/’শুর বাবাকে মৃ’/ত ঘোষণা করা হয়। বেঁচে যায় ১১ বছর বয়সী ওই মেয়ে।
এই দুর্ঘটনায় যারা নি’/হ’ত হয়েছেন সেই চার জনের পরিচয় জানা গেছে। বিমানে দুটি কুকুরও ছিল সেগুলিও এই দুর্ঘটনায় মা’/রা যাওয়ার খবর জানা গিয়েছে। তবে দূর্ঘ’টনাটি ঠিক কী কারনে ঘটেছিল সেটা এখনও জানা যায়নি। দুর্ঘ’টনার কী কারণ ঘটেছিল সেটা খতিয়ে দেখছে এফএএ।