Saturday , November 23 2024
Breaking News
Home / Countrywide / হিজড়ার সাথে নির্বাচন, রাঙ্গার মন্তব্যে রংপুরে তোলপাড়

হিজড়ার সাথে নির্বাচন, রাঙ্গার মন্তব্যে রংপুরে তোলপাড়

রংপুর-৩ সদর আসনে স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রনির সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের প্রতিদ্বন্দ্বিতা করে জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গার আপত্তিকর মন্তব্য করায় রংপুরে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। যা তিনি তার ফেসবুক আইডিতে শেয়ার করেছেন।

কিছুক্ষণের মধ্যেই রাঙ্গার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। মসিউর রহমান রাঙ্গা রংপুর প্রেসক্লাব প্রাঙ্গণে এসে তার বক্তব্য জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে সাংবাদিকদের বলেন, সব মানুষই আল্লাহর সৃষ্টি। তাই কে কি নিয়ে জন্মেছে তাতে কিছু যায় আসে না।

মানুষের একটি কর্ম মানুষকে এগিয়ে নিয়ে যায়। এ সময় তিনি বলেন, আমি দুঃখিত। কিছুক্ষণের মধ্যেই তিনি ওই ফেসবুক স্ট্যাটাসটি মুছে দেন।

উল্লেখ্য, রংপুর-৩ সদর আসনের স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দলের চেয়ারম্যান জিএম কাদেরকে নিয়ে তার ফেসবুক স্ট্যাটাসে এক মন্তব্যে বলেছেন, আল্লাহর মাইর দেখছেন।

আমার অ্যাটেতো ৮-৯টা লোক আছে। ভোট কইরবার লাগছি। (অর্থাৎ তার আসনে ৮-৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।) আর রংপুরোত বলে একনা না দুকনা মানুষ নির্বাচন করতেছে, তাও আমাদের মতন মানুষ নোয়ায়, তৃতীয় লিঙ্গের একজন।

আমি এমন আসনে থাকলে আল্লাহর কসম নির্বাচন করতাম না। আমি এটা ছেড়ে দিতাম। মুই না করো উয়ার সাথে ইলেকশন। মুই মানুষের সাথে কইরবার চাও। এ সময় তার কর্মী-সমর্থকরা হিজড়া-হিজড়া বলে জানান দেন।

About bisso Jit

Check Also

খেজুর-পেঁয়াজ নিয়ে আসা জাহাজ কেন বাধা দিবো: স্বরাষ্ট্র উপদেষ্টা

পার্শ্ববর্তী দেশের গণমাধ্যম মিথ্যা প্রচারের ক্ষেত্রে এগিয়ে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *