মাত্র কয়েক সপ্তাহ বয়সী সন্তানকে কোলে নিয়ে দাখিল পরীক্ষা দিতে এসেছিলেন মা। কিন্তু সমস্যায় পড়ে যান ঐ মা পরীক্ষার্থী। কোনোভাবেই ঐ কিশোরী মা থামাতে পারছিলেন না ছোট্ট সন্তানের কান্না। এ দৃশ্য দেখার পর ঐ মায়ের কাছে এগিয়ে গেলেন নাসিমা জামান ববি যিনি রংপুর সদর উপজেলা চেয়ারম্যান হিসেবে রয়েছেন। দেড় ঘণ্টা ধরে তিনি ঐ ছোট্ট সন্তানকে তার কোলে মাতৃস্নেহে জড়িয়ে রেখেছিলেন।
আজ রবিবার অর্থাৎ ১৪ নভেম্বর রংপুর জেলার মিঠাপুকুর উপজেলাধীন সাঠিবাড়ি আলিম মাদ্রাসায় এই ঘটনা ঘটে। নাসিমা জামান ববি ঐ মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব।
ওই পরীক্ষার্থী মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের মাঝগ্রাম দাখিল মাদ্রাসার ছাত্রী।
পরে তিনি কিশোরী মায়ের সন্তানকে কোলে নিয়ে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফে’সবুকে শেয়ার করেন। সেখানে তিনি লিখেন— ‘এক ছাত্রী মাত্র ৩৫ দিনের সন্তানকে নিয়ে পরীক্ষা দিতে চলে এসেছিল। পড়াশোনায় তার আগ্রহে আমি অভিভূত। থাক না দেড় ঘণ্টা বাবুটা আমাদের কাছে।’
খুব অল্প সময়ের মাঝে তার এই ছবিটি ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। তাকে প্রশংসা করে দোয়া ও শুভকামনা জানাতে থাকেন হাজার হাজার মানুষ। নানা ধরনের ইতিবাচক মন্তব্যে ভরে যায় কমেন্ট বক্স। নেটিজেনরা সমালোচনা নয় প্রশংসা করতেও জানে এটা যেন তারই প্রমান।