সম্প্রতিক ব্লগার ও অনলাইন এক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য-র সামাজিক যেগাযোগ মাধ্যম ফেসবুকের একটি পোষ্ট ভাইরাল হয়েছে। ফেসবুকের ওই পোষ্টে যা লিখেছেন তা হুবহু নিচে তুলে ধরা হলো:-
আমি বদরুদ্দীন উমরকে বুদ্ধিজীবী হিসেবে ঈর্ষা করি। আমি মনে করি বাঙ্গুল্যান্ডের সব বুদ্ধিজীবির উনাকে কুর্নিশ করা ঠিক আছে।
কারণ, উনার বই তো তেমন চলেনা, তারপরেও ঢাকা শহরে উনি কীভাবে সারা জীবন একটা আপার মিডিল ক্লাস জীবন চালায়ে গেছেন এইটা বিস্ময়কর। আরো বিস্ময়কর যে এই সহজ প্রশ্নটা এবং খুবই স্বাভাবিক ও জরুরী প্রশ্নটা বাঙুল্যান্ডের কচি ও বুড়া বুদ্ধিজীবিরা কখনো আলাপ করে নাই।
আসেন আমাদের ছোটলোকদের বুদ্ধিজীবিতার শুরু হোক এই সরল প্রশ্ন উত্থাপনের মাধ্যমে। বদরুদ্দীন উমর কী করেন? মানে বই লেখা ছাড়া? বই লিখে তিনি কতো টাকা রয়ালটি পান?