Sunday , November 24 2024
Breaking News
Home / Countrywide / আমি ভীত না, গুলি করলে ফুল মারব না, গুলি থামাতে জানি: লোটন

আমি ভীত না, গুলি করলে ফুল মারব না, গুলি থামাতে জানি: লোটন

নারায়ণগঞ্জ-২ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী আলমগীর শিকদার লোটন বলেছেন, নির্বাচনে কেউ ভয় দেখাবে এটা এত সহজ নয়। কেউ ভয় দেখালে আমরা বসে থাকব না। সিইসি বলেছে নির্বাচন শান্তিপূর্ণ হবে। আমরা সেটাকে সম্মান করি। কিন্তু কেউ যদি ভোট চুরি করতে চায়, যদি ভাবে সে গুলি করলে আমরা ফুল মারব সেটা হবে না। গুলি থামানোর শক্তি আমাদের আছে।

বুধবার কলাপাহাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী পথসভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আলমগীর শিকদার লটন বলেন, আমি ভীত মানুষ নই। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি ছিলাম। একটা ভিপি হওয়া বোঝেন, ঢাকা শহর। সেখান থেকে বেরিয়ে আমি গ্রামে নিজেকে প্রতিষ্ঠিত করেছি। কোনো ভয়ভীতি পাবেন না। আমরা আছি, লাঙ্গল নিয়ে আছি। বাবু আমার ছোট ভাই। সে পনেরো বছর ছিল। সবকিছুই পরিবর্তনশীল। আল্লাহ ছাড়া আমরা সবাই পরিবর্তনশীল, কেউ থাকব না। বাবুরে তিনবার দিয়েছেন, এবার আমি দাবি নিয়ে এসেছি।

তিনি বলেন, লাঙ্গল নিয়ে এসেছি তো কী হয়েছে। আমার কাছে আওয়ামী লীগ-বিএনপি নাই। সকলকে নিয়ে আমি কাজ করতে চাই। বিএনপি যাতে ভয় না পায় সেদিকেও খেয়াল রাখতে হবে। বিএনপি বাংলাদেশের একটি বড় দল। তারা রাজপথে আছে, এটা অস্বীকার করার কিছু নেই। বিএনপি নির্বাচনে আসেনি, এটা তাদের ব্যাপার। তবে বিএনপি ও জাতীয় পার্টির আদর্শ একই। মুদ্রার এপিঠ-ওপিঠ।

এই নেতা বলেন, আশা করি, আপনারা যারা আওয়ামী লীগ করছেন তারাও আমার পাশে থাকবেন। আমার বাবা ৭০ ও ৭৩ সালে আওয়ামী লীগের এমপি ছিলেন। আসুন আমরা আড়াইহাজারকে উন্নত উপজেলা হিসেবে গড়ে তুলি।

About Rasel Khalifa

Check Also

লিপি ওসমানকে নিয়ে সিটি সেন্টারে শামীম ওসমান

দুবাইয়ের আজমান শহরের সিটি সেন্টার শপিং মলে আবারও দেখা মিললো নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *