ভারত-বাংলাদেশ প্রতিবেশী দুই দেশ। এই দুই দেশের সঙ্গে দীর্ঘ দিনের বন্ধুর্তপূর্ন সম্পর্ক রয়েছে। এমনকি বাংলাদেশের চারদিক দিয়েই ভারতের সীমান্ত রয়েছে। সম্প্রতি এই দুই দেশ একে অন্যের সঙ্গে বাণিজ্য প্রসার বাড়ানোর জন্য নতুনভাবে সাজানো হচ্ছে ভারত-বাংলাদেশ সীমান্ত। এই প্রসঙ্গে উঠে এলো বিস্তারিত।
নতুনভাবে সাজানো হচ্ছে ভারত-বাংলাদেশ সীমান্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লার সঙ্গে কলকাতার নবান্নে রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ ত্রিবেদীর এক বৈঠকে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকে অজয় ভাল্লা জানান যে ভারতীয় সীমান্ত বরাবর আরক্ষিত অঞ্চলগুলিতে দ্রুত কাঁটাতারের বেড়া দেয়া হবে। ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য বাড়ানোর উদ্দেশ্যে স্থলবন্দর গুলির নব রূপায়ণ করা হবে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব জানান। এছাড়াও সাতটি নতুন ইন্টিগ্রেটেড চেক পোস্ট নির্মাণ করা হচ্ছে। চ্যাংড়াবান্ধা, পেট্রাপোল ও মহদীপুরের চেকপোস্টগুলির কলেবরে পরিবর্তন করা হচ্ছে। দুই সচিবের বৈঠকে সীমান্তে নিরাপত্তা ও ব্যবসা বাণিজ্যের প্রসার নিয়েও আলোচনা হয়। বি এস এফের সীমানা নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গেছে।
দুই দেশের সীমান্তকে ঘিরে ৭টি নতুন ইন্টিগ্রেটেড চেক পোষ্ট নির্মান হচ্ছে। এর ফলে দুই দেশেরই ব্যবসা-বানিজ্যে প্রসার বিস্তার লাভ করতে সক্ষম হবে। এবং এতে করে দুই দেশই অর্থনৈতিক ভাবে লাভবান হবে।