আসন্ন আইপিএল এবং পিএসএল নিলাম থেকে নিজেকে বাদ দিয়েছেন সাকিব আল হাসান। মূলত জাতীয় দলকে বেশি সময় দিতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। আর প্রশংসায় ভাসছেন এই টাইগার ক্রিকেটার।
আঙুলের চোটে সাকিব বর্তমানে উন্নত চিকিৎসার জন্য আমেরিকায় রয়েছেন। আর সাকিব নিজেই গতকাল সেখানে একটি অনুষ্ঠানে হাজির হয়ে আইপিএল ও পিএসএলে নিজের অনুপস্থিতির কথা জানিয়েছেন।
এ সময় সাকিব বলেন, ‘আমি আইপিএলে নামও দিইনি। আমার ম্যানেজার পিএসএলে নাম দিলে আমি নাম বাদ দিতে বলেছিলাম। পুরো সময়টাই যেন জাতীয় দলে দিতে পারি, এছড়া সামনে নির্বাচন। আগে ফ্যাঞ্চাইজি যে টুর্নামেন্টগুলোতে খেলতাম হয়তো এগুলো আমি স্যাক্রিফাইস করব।’
সাকিব বলেন, আমার খুব আশা ছিল নিউজিল্যান্ডে এটলিস্ট ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলতে যাব। এখন টিম যাচ্ছে। আমি প্লান করেছিলাম ওরকম। কারণ আমার ধারণা ছিল ৪ সপ্তাহের মধ্যেই ঠিক হয়ে যাবো।
গত দুই দিনও আমি এখানে ডাক্তারকে দেখেছি তিনি আরও ২ সপ্তাহ অপেক্ষা করতে বলেছেন। তারপর এসে পুনর্বাসন শুরু করুন।
যতটুকু লাগার কথা ছিল তার থেকে বেশি লাগছে, ৬ সপ্তাহের মতো। তারপর ফিটনেস রিহ্যাব, বিপিএলের আগে কোন অপশন দেখছি না। নির্বাচনও আছে, স্বাভাবিকভাবেই এ এলাকায় ব্যস্ত থাকব।
বিপিএল দিয়ে ক্রিকেটে ফেরার ব্যাপারে আশাবাদী সাকিব। তিনি বলেন, আমার মনে হয় বিপিএল থেকেই খেলা শুরু হবে। ফিট থাকলে বিপিএলের শুরু থেকেই ভালো অবস্থায় খেলতে পারব।