দেশের সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলির জন্য নির্বাচন কমিশনের সুপারিশে গাজীপুরের কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুর রহমানকে বদলির নির্দেশ দেওয়া হয়। তাকে শ্রীপুর থানায় স্থানান্তর করা হয়েছে। ওই আদেশে ফয়জুর রহমানকে শ্রীপুর থানায় বদলি করা হয়। রোববার (১০ ডিসেম্বর) নির্বাচন কমিশনের নির্দেশে তাকে শ্রীপুর থানা থেকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। আদেশের পরদিন থেকে গাজীপুর-৩ (শ্রীপুর-কালিয়াকৈর-ভাওয়ালগড়-পিরুজালী) আসনের স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইকবাল হোসেন সবুজের বাসায় ওসির স্ত্রীর বৈঠকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ওসিকে নিয়ে ভোটার ও সচেতন মানুষ নানা মন্তব্য করতে থাকেন।
শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (৮ ডিসেম্বর) আওয়ামী লীগ মনোনীত (নৌকা) প্রার্থী অধ্যাপক রুমানা আলী প্রধান নির্বাচন কমিশনারের কাছে শ্রীপুর থানার নবনিযুক্ত ওসি ফয়জুর রহমানকে বদলির দাবি জানান। তার আবেদনের পরিপ্রেক্ষিতে শ্রীপুর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুর রহমানের যোগদানের আদেশ প্রত্যাহার করা হয়। দলের একটি সূত্র জানায়, চিঠিতে তিনি উল্লেখ করেন- নতুন বদলির আদেশ পাওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুর রহমান বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইকবাল হোসেন সবুজের চাচাতো ভাই। প্রতিপক্ষ প্রার্থীর নিকটাত্মীয় হওয়ায় নিরপেক্ষ নির্বাচনী পরিবেশকে প্রভাবিত করার সম্ভাবনা রয়েছে। তাই রুমানা আলী তুসী তাকে জরুরি ভিত্তিতে অন্যত্র বদলির অনুরোধ জানান।
মোহাম্মদ ফয়জুর রহমান বলেন, দেখা করার কিছু নেই। ঈদের পর এসপি স্যারের বাংলোতে এক অনুষ্ঠানে ওই এমপির সঙ্গে ছবি তুলেছিলাম। আমাকে ইতিমধ্যে ওই থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তবে কোন থানায় পদায়ন করা হয়েছে তা তিনি জানাননি। গাজীপুরের পুলিশ সুপার (এসপি) কাজী শফিকুল আলম জানান, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুর রহমানকে প্রত্যাহারের আদেশের কপি এখনও হাতে পাননি।
কেন তাকে প্রত্যাহার করা হয়েছে তা আমি জানি না। তবে বিভিন্ন গণমাধ্যমে দেখেছি তাকে ওই থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ও দ্বাদশ জাতীয় নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা আবুল ফতেহ মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, শ্রীপুর থানায় নবনিযুক্ত ওসিকে বদলির আদেশ হয়েছে বলে শুনেছি। রাত ৯টা পর্যন্ত এ বিষয়ে কোনো চিঠি পাননি বলে জানান তিনি। এদিকে গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সম্মতিতে সারাদেশে ৩৩৮ পুলিশ কর্মকর্তাকে (ওসি) বদলির আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করে পুলিশ সদর দপ্তর।