হবিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। আহত হয়েছেন গণমাধ্যমকর্মীসহ বেশ কয়েকজন। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে হবিগঞ্জে বিএনপির মানববন্ধনে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষ এখনো চলছে।
রোববার (১০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে জেলা শহরের শায়েস্তানগর এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার, আইনের শাসন ও ন্যায়বিচারের দাবিতে শায়েস্তানগর এলাকায় মানববন্ধন করছিলেন বিএনপি নেতারা। পুলিশ হস্তক্ষেপ করলে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। বেশ কিছুক্ষণ ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।
সংঘর্ষ চলাকালে একদিক থেকে বিএনপি নেতাকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশও পাল্টা টিয়ারশেল নিক্ষেপ করে। এ বিষয়ে কথা বলতে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেবের সঙ্গে সরকারি মোবাইল ফোন নম্বরে কল করা হলেও তারা রিসিভ করেননি।