ভারতীয় বাংলা সিনেমার তুমুল জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন পূজা বসু। তবে টলিউডের পাশাপাশি বলিউডে অভিনয় করেও ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি। ব্যক্তিগত জীবনে এক সন্তানের অভিভাবক এই অভিনেত্রী। তার বয়স মাত্র এক হয়েছে। আর এরই মধ্যে শোনা যাচ্ছে, এবার তাকে নিয়েই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তিনি। ছেলের নাম কৃষভ।
২০২০ সালে তাড়াহুড়ো করে কোর্ট ম্যারেজ করেন কুণাল ভর্মা ও পূজা। তারপর কোভিড ও লকডাউনে কেটে গেছে একবছর। অনুষ্ঠান করে বিয়ে করতে পারেনি এই দম্পতি।
এবার সেই ইচ্ছেই পূরণ হচ্ছে পূজা ও কুণালের। আগামী ১৫ নভেম্বর বিয়ে করতে চলেছেন তারা। অনুষ্ঠান হবে গোয়াতে। আজ (শনিবার) থেকে শুরু হবে পূজা-কুণালের বিয়ের আচার-অনুষ্ঠান।
এতে থাকছে সঙ্গীত, মেহেন্দি, গায়ে হলুদ, দধিমঙ্গল। কোনো আচারই বাদ পড়বে না বলেই জানান পূজা। তিনি বলেন, বিয়ের অনুষ্ঠানে থাকবে ছেলে কৃষভ, ছেলেই এই অনুষ্ঠানের মধ্যমণি। মা বাবার বিয়ে দেখবে কৃষভ, ওর কী প্রতিক্রিয়া দেয় সেটাই দেখতে হবে।
তিনি আরও বলেন, গোয়াতে ছোট করেই নিকট আত্মীয় ও বন্ধুদের নিয়ে হচ্ছে বিয়ের অনুষ্ঠান। মুম্বাইতে ফিরে বড় পার্টি দেবেন ইন্ডাস্ট্রির বন্ধুদের।
গত জুন মাসেই ছেলে কৃষভ ও বর কুণালকে নিয়ে কলকাতায় এসেছিলেন অভিনেত্রী। যদিও গত বছরের ১৫ নভেম্বর বিয়ে হওয়ার কথা ছিল পূজা ও কুণালের। অবশেষে একবছর পর সাত পাকে বাঁধা পড়তে যাচ্ছে এই টালি জুটি।
উল্লেখ্য, “কাহানি হামারা মহাভারত কি”র মধ্য দিয়ে টেলিভিশনের পর্দায় প্রথমবারের মতো পা রাখেন পূজা বসু। এরপর ২০১১ সালে ‘ভিডু থেডা’ তেলুগু সিনেমা দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন তিনি। এছাড়া বাংলা সিনেমায়ও অভিনয় করতে দেখা গেছে তাকে। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্য রয়েছে-‘চ্যালেঞ্জ ২’, ‘রকি’, ‘গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘তিন পাত্তি’, ইত্যাদি।