ঝালকাঠি-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী মুহাম্মদ শাহজাহান ওমর বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারিক রহমানসহ দলের অন্য নেতাদের সঙ্গে না মেলায় তিনি দলের রাজনীতি থেকে সরে আসছেন। তিনি বলেন, আমার মনে হয় ২০১৪ সালে বিএনপির নির্বাচনে যাওয়া উচিত ছিল। ২০১৮ সালে উচিত ছিল না, এবার যাওয়া উচিত ছিল।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নৌকা প্রতীকে নির্বাচন করার কারণ জানতে চাইলে শাহজাহান ওমর বলেন, “স্বতন্ত্র বলে কিছু আছে নাকি? সেরা দলীয় প্রতীক পেয়ে স্বতন্ত্র নির্বাচন করব কেন?”
এর আগে রাজধানীর নিউমার্কেট এলাকায় বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় শাহজাহান ওমরের জামিন মঞ্জুর করেন আদালত।
ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদেরের আদালত শাহজাহান ওমরকে জামিন দেন।
বুধবার (২৯ নভেম্বর) বিকেলে গাজীপুরের কাশিমপুর কারাগার-২ থেকে তিনি মুক্তি পান।