আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে মাগুরা-১ আসন থেকে নির্বাচন করবেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় সাকিব আল হাসান। ইতিমধ্যে তিনি জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এর আগে মনোনয়ন পেয়ে গত ২৯ নভেম্বর ঢাকা থেকে কনভয় নিয়ে মাগুরা আসেন সাকিব। পরে নগরীর আসাদুজ্জামান স্টেডিয়ামে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মঞ্চে বক্তব্য রাখেন তিনি। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ওই আসনের নির্বাচনী তদন্তের দায়িত্বে থাকা যুগ্ম জেলা ও দায়রা জজ সত্যব্রত শিকদার তাকে দোষী সাব্যস্ত করেন। এতে সাকিবকে আদালতে এসে জবাব দিতে বলা হয়। জবাবে তিনি শুক্রবার (১ ডিসেম্বর) বিকেলে তার আইনজীবীকে নিয়ে আদালতে হাজির হন।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাকিব। তিনি বলেন, প্রথমবারের মতো নির্বাচন করছেন। তাই এসব বিষয়ে বেশি কিছু জানেন না। এরপর থেকে নিয়ম কানুন ভালোভাবে জেনে নেবেন এবং এসব কথা তিনি আদালতকেও জানিয়েছেন। পরবর্তীতে যেন আচরণবিধি লঙ্ঘন না ঘটে এজন্য তিনি সর্তক থাকবেন বলেও জানান।
সাকিবের আইনজীবী মাগুরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সাজেদুল ইসলাম সংগ্রাম বলেন, আদালতকে তারা জবাব দিয়েছেন। সাকিব যেদিন মাগুরা আসেন ওই দিন আওয়ামী লীগের কোনো কর্মসূচি ছিল না। হঠাৎ তাকে দেখতে ভিড় জমান লোকজন। আগামীতে যাতে আচরণবিধি লঙ্ঘন না হয় সেদিকে খেয়াল রাখবেন সাকিব।