মাদক আইনে করা মামলায় দীর্ঘ ২৮ দিনের বন্দিদশা পেরিয়ে গত শনিবার (১ নভেম্বর) নিজ বাড়ি ‘মান্নাত’ ফিরে যান বলিউড বাদশাহ শাহরুখ-পুত্র আরিয়ান খান। তবে বাড়ি ফেরার পর থেকে তাকে একবারের জন্যেও চোখের আড়াল করেননি শাহরুখ। জানা যায়, আরিয়ানকে নিয়ে বেশ শংসয়ের মধ্যে রয়েছেন তিনি। আর তাই আরিয়ানের জন্য দেহরক্ষী নিয়োগ করবেন শাহরুখ।
তবে এদিকে এবার শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানিকে ডেকেছে মুম্বাই পুলিশ। আরিয়ান খানের মাদক মামলায় ঘুষ লেনদেন হয়েছিল কি না, তা জানতেই তাঁকে ডাকা হয়েছে বলে খবর ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের।
সেই প্রতিবেদনে দাবি করা হয়েছে, গত শনিবার পূজা দাদলানিকে তলব করে মুম্বাই পুলিশের বিশেষ তদন্ত দল। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে পুলিশের কাছে সময় চেয়েছেন শাহরুখ খানের ম্যানেজার।
টাইমস অব ইন্ডিয়ার খবর, এর আগে মামলার অন্যতম সাক্ষী প্রভাকর সেইল দাবি করেন, শাহরুখ খানকে ব্ল্যাকমেইল করে ছেলেকে মাদক মামলা থেকে অব্যাহতির প্রতিশ্রুতি দিয়ে কে পি গোসাভি (এনসিবির মুম্বাই প্রধান সমীর ওয়াংখেড়ের ঘনিষ্ঠজন ও হেফাজতে থাকা অবস্থায় আরিয়ানের সঙ্গে সেলফি তোলা ব্যক্তি) ২৫ কোটি রুপি দাবি করেছিলেন। তা থেকে ৮ কোটি রুপি পাওয়ার কথা ছিল এনসিবির মুম্বাই প্রধান সমীর ওয়াংখেড়ের।
লিখিত অভিযোগে প্রভাকর সেইল আরও দাবি করেন, ৩ অক্টোবর আরিয়ান খানের গ্রেপ্তার এড়াতে কে পি গোসাভি ও স্যাম ডি সুজাকে ৫০ লাখ টাকা ঘুষ দিতে সাক্ষাৎ করেন শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি। তবে গ্রেপ্তার এড়াতে না পারায় পরে ৩৮ লাখ টাকা ফেরত দেওয়া হয় পূজাকে।
যা হোক, স্যাম ডি সুজা গত বুধবার বোম্বে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছেন। জামিন আবেদনে তিনি দাবি করেছেন, আরিয়ানের গ্রেপ্তার এড়াতে শাহরুখের ম্যানেজারের কাছ থেকে ৫০ লাখ রুপি নিয়েছেন কে পি গোসাভি। তবে এনসিবি ২৩ বছর বয়সী আরিয়ানকে গ্রেপ্তার দেখানোর পর সে অর্থ ফেরত দেওয়া হয়েছে।
তদন্তকারী দল ওই এলাকার ১০-১৫ মিনিটের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখেছে, ৩ অক্টোবর অভিযুক্ত এলাকায় নীলরঙা একটি মার্সিডিজ ও দুটি ইনোভাস গাড়ি ছিল।
এর আগে মাদক সেবনের অভিযোগে গত ২ অক্টোবর মুম্বাইয়ের বিলাসবহুল প্রমোদতরীর একটি পার্টি থেকে আরিয়ানকে আটক করে ভারতের মাদক নিয়ন্ত্রণ ব্যুরো (এনসিবি)। এরপর টানা কয়েক ঘন্টা জেরার পর গ্রেপ্তার করা হয় আরিয়ানকে। এ ঘটনায় গত বেশকিছু দিন ধরে আলোচনায় ছিলেন শাহরুখ। এমনকি নানা ট্রলেরও শিকার হতে হয় তাকে।