সম্প্রতি সমগ্র দেশ জুড়ে ডিজেল এবং কেরোসিন তেলের দাম বৃদ্ধি পেয়েছে লিটার প্রতি ১৫ টাকা দরে। এই দাম বৃদ্ধিকে ঘিরে দেশ জুড়ে এক অস্থিতিশীলতা পরিবেশ বিরাজ করছে। এমনকি পরিবহন মালিকরা ধর্মঘটের ডাক দিয়েছে। তবে ভাড়া বৃদ্ধির মধ্যে দিয়ে তারা এই সকল ধর্মঘট প্রত্যাহার করেছে। তবে এবার এই দাম বৃদ্ধিকে ঘিরে দেশ ব্যাপী দুই দিনের কর্মসূচি ঘোষনা করেছে বিএনপি দল।
জ্বালানি তেল ও বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে আগামী ১০ এবং ১২ নভেম্বর দেশব্যাপী দুই দিনের বি/ক্ষো/ভ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। সোমবার (৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথভাবে আয়োজিত মানববন্ধন থেকে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি ও বাস ভাড়া বৃদ্ধির প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে আগামী ১০ নভেম্বর ঢাকা মহানগর ব্যতীত সারা দেশের মহানগরগুলোতে এবং ১২ নভেম্বর জেলা শহরগুলোতে এই বি/ক্ষো/ভ অনুষ্ঠিত হবে।
এমনিতেই কয়েক সপ্তাহ ধরে দেশের নিত্যেপ্রয়োজনীয় দ্রব্যেদির বাজারে অস্থিরতা বিরাজ করছে। লাগামহীন ভাবে বৃদ্ধি পেয়েছে বেশ কিছু পন্যের দাম। এরই মধ্যে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে জন- সাধারন পড়েছে চরম দূর্ভূগে। এবং এই মূল্য বৃদ্ধিকে ঘিরে সর্বত্র চলছে সরকারের বেশ আলোচনা-সমালোচনা।