দীর্ঘদিন প্রেমের পর অবশেষে ভালোবাসার মানুষকেই বিয়ে করলেন বাংলা ছোট পর্দার ব্যাপক জনপ্রিয় ও ‘চড়ুইভাতি’ খ্যাত অভিনেতা মামুনুল হক। এর আগে গত বছরেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তবে দুর্ভাগ্যবসত দেশজুড়ে ভয়াবহ আকারে করোনা সংক্রমন ছড়িয়ে পড়ায় সিদ্ধান্ত পরিবর্তন করতে হয় তাকে। এদিকে গত ৫ নভেম্বর দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় তাদের।
জানা গেছে, কনে হাবিবা রহমান। পেশায় শিক্ষক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন, ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন তিনি।
এ প্রসঙ্গে মামুনুল হক গণমাধ্যমকে বলেন, ‘আমাদের কমন সার্কেলের মাধ্যমে পরিচয়। কিন্তু আমরা কিছুটা সময় নিয়েছিলাম। দুজনকে বোঝার জন্য এই সময়টা দরকার ছিল। এর মধ্যে আমাদের ভালো লাগা, কিছুটা মান–অভিমানও হয়েছে। পরে বুঝতে পারলাম হাবিবার মধ্যে শ্রদ্ধা করার মতো অনেক কিছু আছে। তিনি শিক্ষকতা করেন। এই পেশাটাও আমার অনেক পছন্দ। আগে বুঝলে শিক্ষকই হতাম। আমি বলব, হাবিবার সততা, সরলতা আমাকে মুগ্ধ করেছে। তার সিম্পলিসিটির কারণেই মনে হয়েছে আমাদের বিয়ে হতে পারে। আমরা বিয়ে বন্ধনে আবদ্ধ হতে পেরে খুশি।’
অন্যদিকে এই অভিনেতাকে বিয়ে প্রসঙ্গে হাবিবা রহমান বলেন, ‘মামুনুল যে কাজই করেন, অনেক মনোযোগ দিয়ে করেন। আমার মনে হয়েছে, মানুষ হিসেবে ওনার সঙ্গে থাকা যায়। কারণ উনি খুব সংবেদনশীল একজন মানুষ, খুব শৌখিন। তার আরও কিছু বিষয় ইউনিক মনে হওয়ায় বিয়ের সিদ্ধান্ত নেই। আমাদের জন্য সবার কাছে দোয়া চাই। আমরা যেন সুখী হতে পারি।’
প্রসঙ্গত, ২০০২ সালে মোস্তফা সরয়ার ফারুকীর নির্মিত ‘চড়ুইভাতি’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে ছোট পর্দায় প্রথমবারের মতো পা রেখেই ভক্তদের মনের মাঝে জায়গা করে নেন অভিনেতা মামুনুল হক। এছাড়া বড় পর্দায়ও অভিনয় করেছেন এই তারকা। এখনো ভালো ভালো গল্পে কাজ করার আগ্রহ রয়েছে তার।