বিএনপির সঙ্গে একযোগে আন্দোলনে থাকা বাংলাদেশ কল্যাণ পার্টির নেতৃত্বে নতুন জোট হতে যাচ্ছে। এই জোটে আন্দোলনে থাকা নিবন্ধিত ও অনিবন্ধিত ছয়টি দল থাকার সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘যুক্তফ্রন্ট’ নামের এই নতুন জোট আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারে।
বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে বিএনপিসহ বিভিন্ন জোট ও দল। এর মধ্যে ১২ দলীয় জোট অন্যতম। যে দলগুলো নতুন জোট ‘যুক্তফ্রন্ট’ গঠন করবে তাদের অধিকাংশই এই ১২ দলীয় জোটের সদস্য।
আগামীকাল বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে যুক্তফ্রন্টের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার রাতে বাংলাদেশ ওয়েলফেয়ার পার্টির অতিরিক্ত মহাসচিব ও যুক্তফ্রন্টের সমন্বয়ক আবদুল্লাহ আল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। নতুন জোটে অংশ নেবেন বাংলাদেশ ওয়েলফেয়ার পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম।
এ বিষয়ে জানতে চাইলে আবদুল্লাহ আল হাসান গনমাধ্যমকে বলেন, নিবন্ধিত ও অনিবন্ধিত কয়েকটি দল নিয়ে নতুন জোট গঠন করা হচ্ছে। এই জোট নতুন পথে এগোবে। কল্যাণ পার্টি ছাড়াও নিবন্ধিত দুটি দল এই জোটে থাকবে। আরও কয়েকটি দল পরে জোটে যোগ দেবে।
নতুন এই জোট নির্বাচনে যাবে কিনা এমন প্রশ্নের জবাবে আবদুল্লাহ আল হাসান বলেন, এখনো নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত হয়নি। আলোচনা চলছে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনীতিতে চলছে নানা সমীকরণ ও হিসাব-নিকাশ। রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে, নির্বাচনকে সামনে রেখে কয়েকটি ‘কিংস পার্টি’ গঠন করে বিরোধী দলগুলোকে বিভক্ত করার চেষ্টা করছে সরকার। এরই মধ্যে বিএনপির সঙ্গে একযোগে আন্দোলনে থাকা কয়েকটি দলের সঙ্গে নতুন জোটের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে।
বিএনপি নিয়ে আন্দোলনে থাকা একাধিক সূত্রে জানা গেছে, আগামী নির্বাচন অংশগ্রহণমূলক করতে তৎপর সরকার। নির্বাচনে যাওয়ার জন্য বিএনপিকে নিয়ে আন্দোলনে দলগুলোকে প্রলুব্ধ করার চেষ্টা চলছে। ফলে আগামীকাল আসছে নতুন জোট গঠনের ঘোষণা।
নতুন এই জোটে যাওয়ার বিষয়ে নুরুল হকের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের নামও উঠে এসেছে। তবে নুরুল হক বিষয়টি অস্বীকার করেন। তিনি আজ রাতে গনমাধ্যমকে বলেন, ‘আমরা অবৈধ সরকারের নির্বাচনকে বৈধ করতে নির্বাচনে যাব না। এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কিছু সুবিধা পেতে সরকারের কৃপায় এমপি হতে কেউ কেউ নির্বাচনে যেতে পারেন।’
নুরুল হক অভিযোগ করেন, তাঁর দল গণ অধিকার পরিষদকে নির্বাচনে নিতে নানাভাবে চাপ দেওয়া হচ্ছে।