জ্বালানি তেলের দাম বৃদ্ধি করার প্রতিবাদে সারা দেশে চলমান রয়েছে ধর্মঘট, যার কারনে বিপাকে পড়েছেন সাধারন মানুষ। দেশের মানুষ এই ধর্মঘটের বিষয়ে ওয়াকেবহাল এবং তারা এটাও জানে কারা এই ধর্মঘট করেছেন। কিন্তু শাহজাহান খান যিনি মাদারীপুর-২ আসনের এমপি এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি হিসেবে রয়েছেন তিনি একটু ভিন্ন সুরে কথা বলেছেন। তিনি বলেন, “জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে যানবাহন বন্ধ করা পরিবহন ধর্মঘটের আওতায় পড়ে না। কারা পরিবহন ধর্মঘট করেছে জানি না। ‘
গতকাল শনিবার রাতে চুয়াডাঙ্গা বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন শাজাহান খান।
সাবেক নৌপরিবহন মন্ত্রী বলেন, ‘মালিক বা শ্রমিকদের কোনো সংগঠন এ ধর্মঘট ডাকেনি। ধর্মঘট ডাকতে হলে নোটিশ দিয়ে আনুষ্ঠানিকভাবে ডাকতে হয়। সুতরাং এটাকে ধর্মঘট বলা যাবে না। কেউ কেউ ব্যবসায়িকভাবে লোকসানের শ’/ঙ্কায় গাড়ি বন্ধ রাখছে, এটি আনুষ্ঠানিক কোনো ধর্মঘট নয়।’
গেল ৪ঠা নভেম্বর হতে ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের দর প্রতি লিটার ৭৫ টাকা হতে বৃদ্ধি করে ৮০ টাকা নির্ধারন করে সরকার। এই ব্যাপক মূল্য বৃদ্ধির প্রতিবাদে গত শুক্রবার হতে বাস এবং এরই ধারাবাহিকতায় শনিবার হতে দেশের সমগ্র নদীপথে লঞ্চ চলাচল বন্ধ করে দেন নৌ পরিবহন মালিকরা।