প্রার্থী ও দলীয় নেতাকর্মীদের ভিড়ে বারবার চেষ্টা করেও কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করতে পারেননি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার (১৯ নভেম্বর) সকাল থেকে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীরা ভিড় করেন। মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিনে আজ সকাল ১১টার দিকে জিপিও হয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন ওবায়দুল কাদের। তবে দলীয় নেতা-কর্মীদের ভিড়ে বারবার চেষ্টা করেও তিনি কার্যালয়ে প্রবেশ করতে পারেননি।
প্রত্যক্ষদর্শীরা জানান, জিপিও-গুলিস্তান সড়ক দিয়ে গাড়িতে করে প্রার্থী ও নেতাকর্মীদের অফিসে প্রবেশের সুযোগ ছিল না। পরে ওবায়দুল কাদের গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে অফিসে প্রবেশের চেষ্টা করেন। কিন্তু ওবায়দুল কাদের ভিড় ঠেলে ভেতরে ঢুকতে পারেননি। তিনি 10 মিনিট পর আবার চেষ্টা করে ব্যর্থ হন। তারপর সেখানে কিছুক্ষণ অপেক্ষা করেন। অবশেষে দুপুর ১২টার দিকে আবার ঢোকার চেষ্টা করে। তবে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়ের কারণে তৃতীয়বারের মতো ব্যর্থ হয়েছেন তিনি। এরপর গাড়ি নিয়ে ফিরে যান ওবায়দুল কাদের।
এ প্রসঙ্গে আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক সায়েম খান বলেন, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন ফরম বিতরণ পরিদর্শনে আসেন। তবে কার্যালয়ে ঢোকার চেষ্টার পর তিনি দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে যান।
এদিন বঙ্গবন্ধু এভিনিউতে গিয়ে দেখা যায়, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে শত শত কর্মী-সমর্থক নিয়ে আসছেন অনেক প্রার্থী। দলীয় কার্যালয়ের সামনে ব্যাপক ভিড় জমেছে।