যে ম্যাচকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে ভারতজুড়ে। এদিন দেশে সাপ্তাহিক ছুটি, অন্যদিকে বিশ্বকাপের ফাইনাল। সব মিলিয়ে ফাইনাল ম্যাচ উপভোগ করতে ইতিমধ্যেই প্রস্তুতি নিয়েছেন দর্শকরা। রবিবার (১৯ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হবে ভারত।
কিন্তু এরই মধ্যে বিপাকে পড়েছেন কলকাতার সংগীতশিল্পী ইমন চক্রবর্তী। একটি অনুষ্ঠানের কারণে তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। সেখান থেকে তিনি বলেন, মোবাইল ফোনে যে অ্যাপের মাধ্যমে লাইভ ক্রিকেট খেলা দেখা যাবে সেটিও চলছে না।
ফেসবুকে এক স্ট্যাটাসে সাহায্য চেয়ে এই গায়ক লিখেছেন, আমি ঢাকায় আছি, কিন্তু হটস্টার চলছে না। আমি কিভাবে বিশ্বকাপ দেখতে পারি? কেউ আমাকে কিছু পরামর্শ দিন।
ইমনের পোস্টে অনেকেই মন্তব্য করেছেন এবং গায়ককে বিভিন্ন পরামর্শ দিয়েছেন। কেউ টিভিতে খেলা দেখতে বলেছেন, কেউ বা বাংলাদেশী কিছু অ্যাপ ডাউনলোড এবং ইনস্টল করতে বলেছেন। সেই সঙ্গে ভক্তরা গায়ককে চিন্তা না করার পরামর্শ দিয়েছেন।
যাইহোক, যারা ইমনকে অনুসরণ করেন তারা জানেন যে গায়িকা যখনই সুযোগ পান খেলা দেখতে মাঠে যান। তবে ব্যস্ততার কারণে ফাইনালের দিন গ্যালারিতে উপস্থিত থাকতে পারবেন না তিনি।