তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্বশুর আবুল কাশেম (৭৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে তিনি মারা যান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রতিমন্ত্রীর স্ট্যাটাস থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্ট্যাটাসে প্রতিমন্ত্রী লিখেছেন, ‘তিনি খুব ভালো মানুষ ছিলেন।
কখনো মিথ্যা বলেনি। সারাজীবন সবার ভালো চেয়েছেন, অন্যের বিপদে সবার আগে পাশে দাঁড়িয়েছেন। তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও শোকাহত। মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি।
আল্লাহ তাকে জান্নাতুল ফিরদৌস দান করুন। আমীন।’
আবুল কাশেম উপজেলার শেরকোল ইউনিয়নের জোরমল্লিকা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি পৌরসভার উপশহরের বাসিন্দা ছিলেন।
গতকাল বাদ জুমা আদালতে জানাজা শেষে আবুল কাশেমের মরদেহ দমদমা কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, আবুল কাশেম নাটোরের সিংড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আরিফা জেসমিন কনিকা এবং যুগ্ম সম্পাদক ও শেরকোল ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেলের বাবা।