রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। আহত হন চার পুলিশ সদস্য। পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়।
বুধবার (১৫ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর সপুরা গোরাস্থান এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হেমায়েতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিএনপির বিক্ষোভ মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। আহত হন চার পুলিশ সদস্য। এছাড়া পুলিশের একটি টহল গাড়ি ভাংচুর করা হয়।
হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা। আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কোনো নাশকতা এড়াতে মাঠ থেকে কাজ করছে পুলিশ।
এদিকে তফসিল ঘোষণার পর থেকে রাজশাহীতে নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। বিজিবি, র্যাব, পুলিশ ও ম্যাজিস্ট্রেট সন্ধ্যা থেকেই শহরে টহল দিচ্ছে। বিএনপি দলীয় কার্যালয়ের সামনে পুলিশি পাহারায় রাখা হয়েছে।