শিশুশিল্পী সিমরিন লুবাবা সম্প্রতি এই খুদে শিল্পী ভীষণভাবে ট্রলের শিকার হওয়ায় তার মা জাহিদা ইসলাম জানিয়েছিলেন আইনি পদক্ষেপ নেযা হবে। লুবাবার মা তার মেয়েকে নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশিদের সঙ্গে দেখা করতে যান।
আজ বুধবার (১৫ নভেম্বর) লুবাবার ফেসবুক থেকে কিছু ছবি প্রকাশ করা হয়। ছবিতে দেখা যায়, লুবাবাকে ডিবি প্রধানের সঙ্গে দেখা গেছে। সঙ্গে ছিলেন তার মা জাহিদা ইসলাম।
গণমাধ্যমে বলা হয়েছে, লুবাবার মা ডিবি অফিসে যাওয়ার বিষয়ে বলেন, ‘ কয়েকদিন আগে থেকেই ভাবছিলাম এখানে আসব। তবে তেমন কিছু না। এমনিতেই এসেছি ওনার (ডিবি প্রধানের) সঙ্গে দেখা করতে।’
এই বৈঠকে কী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে? জাহিদা ইসলাম বলেন, আমি এখন কিছু বলতে চাই না, দেখা যাক কী হয়।
লুবাবার মা জাহিদা ইসলাম আরো বলেন, লুবাবা মেয়ে। তার নামে ফেক আইডি খোলা হচ্ছে, লুবাবা টিকটক ব্যবহার করেন না। কিন্তু অনেকেই তার নামে আইডি খুলে টিক টক ব্যবহার করছেন। আর এসব ভুয়া আইডি দিয়ে মানুষ বিভ্রান্ত ও প্রতারিত হচ্ছে।
তিনি আরও বলেন, ‘মিডিয়ায় প্রচারিত ভাষণটি কেটে ভাইরাল করা হয়েছে। ট্রল করা হয়। লুবাবা এখন আর মিডিয়ার সামনে আসতে চান না। ঘরে বসে কাঁদছে। তার দাদীও কেঁদে ফেলেন। এগুলো কি ঠিক? আমি অসুস্থ। হাসপাতালে। আমার ডেঙ্গু হয়েছে। সুস্থ হয়ে বাসায় ফিরেই আমি ডিবিতে এসব কিছুর বিরুদ্ধে অভিযোগ করবো। আইনি ব্যবস্থা নেব। কেউ ছাড় পাবে না।’
সিমরীন লুবাবা প্রখ্যাত মঞ্চ ও টেলিভিশন অভিনেতা আবদুল কাদেরের নাতনি। দাদার অনুপ্রেরণায় খুব অল্প বয়সেই ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। এরপর শিশুশিল্পী হিসেবে ব্যাপক পরিচিতি পান তিনি। বিজ্ঞাপনে নিয়মিত কাজ করেছেন।
বর্তমানে একটি ইংলিশ মিডিয়াম স্কুলে ছাত্রী লুবাবা। কেজিতে পড়ার সময় তিনি প্রথম শিশুশিল্পী হিসেবে বিজ্ঞাপনে মডেল হন। এরপর বিভিন্ন নাটক ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেন।