বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, সনাতন ধর্মাবলম্বীদের কালী ও শ্যামা পূজাকে অবরোধ কর্মসূচি থেকে অব্যাহতি দেওয়া হবে। শনিবার (১১ নভেম্বর) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, ৪৮ ঘণ্টার অবরোধ চলাকালে সনাতন ধর্মের অনুসারীদের কালী পূজা ও শ্যামা পূজার ধর্মীয় আচার, গণমাধ্যম ও সংবাদপত্র বহনকারী যানবাহন, জরুরি সেবায় নিয়োজিত অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডার বহনকারী যানবাহন অবরোধের আওতামুক্ত থাকবে।
এদিকে বিএনপি-জামায়াত ও বিরোধী জোটের ডাকা চতুর্থ দফা অবরোধের আগে শনিবার (১১ নভেম্বর) রাতে রাজধানীতে দুটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই আরামবাগের নটরডেম কলেজের সামনে ও গাবতলী বাসস্ট্যান্ডের সামনে পৃথক দুটি বাসে আগুন দেওয়া হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।