Wednesday , December 25 2024
Breaking News
Home / Countrywide / নৌকা চাইবো, না পেলে হ্যাটট্রিক করে চাচাকে কুমিল্লা পাঠাবো

নৌকা চাইবো, না পেলে হ্যাটট্রিক করে চাচাকে কুমিল্লা পাঠাবো

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, আমি এখন নৌকা চাইব, পেলে আলহামদুলিল্লাহ। আমি নৌকা পায়ে নেত্রীকে বলবো বাংলাদেশের ৩০০ আসনের মধ্যে আমার তিনটি থানা থেকে সর্বোচ্চ ভোট দেব।

তিনি বলেন, ‘আর যদি কোনো নাটক আর অভিনয় করে, ষড়যন্ত্র করে, নৌকা নেয়, তাতে আমার কোনো সমস্যা নাই। আপনারা (জনগণ) পাশে থাকলে আমরা চাচাকে (কাজী জাফরুল্লাহ) হ্যাটট্রিক করে কুমিল্লায় পাঠাব।

এ সময় সংসদ সদস্য জনতার উদ্দেশে বলেন, ‘পারবেন না?’ উপস্থিত জনতা হাত তুলে সমর্থন জানায়, ‘হ্যাঁ পারবো, হ্যাঁ পারবো।’

শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের পুলিয়া এলাকায় এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে আড়িয়াল খাঁ নদীর ওপর ৬১ কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নিক্সন চৌধুরী।

তিনি আরও বলেন, এই ব্রিজটি নির্মিত হলে এই চারণ এলাকার অবহেলিত কৃষকদের আর কোনো সমস্যা হবে না। তারা পাঁচ মিনিটে সবজি ও কৃষিপণ্য বাজারে বিক্রি করে লাভবান হতে পারবেন। ভাঙ্গা পৌরবাসী ও চরাঞ্চলের মানুষের মাঝে আর কোনো ভেদাভেদ থাকবে না।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চন্দ্রা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল খালেক মোল্লা। ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন, ভাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, ফরিদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আশিক ইকবাল স্বপন মোল্লা প্রমুখ।

About Nasimul Islam

Check Also

শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ব্যাপারে নয়াদিল্লির জবাব, সাবেক প্রধানমন্ত্রীর পৌষ মাস নাকি সর্বনাশ?

ভারতে অবস্থানরত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্য করেছে। নয়াদিল্লি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *