খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ও আজম খান সরকারি কমার্স কলেজের প্রধান ফটকে তালা ঝুলছে বলে জানা গেছে।
রোববার রাত সাড়ে ১০টার দিকে কমার্স কলেজের গেটে তালা ঝুলিয়ে অবরোধের সমর্থনে দুটি ব্যানার ঝুলিয়ে দেন ছাত্রদলের নেতাকর্মীরা। রাতে খুবির গেটে লাগানো ব্যানার সরিয়ে নেয় নিরাপত্তাকর্মীরা।
খুলনা কমার্স কলেজের অধ্যক্ষ অধ্যাপক কার্তিক চন্দ্র মণ্ডল জানান, নিরাপত্তাকর্মীরা জানান, গত রাত ১১টার দিকে কয়েকজন ছেলে এসে প্রধান ফটক খুলতে বলে। কিন্তু তারা খোলেনি। পরে ছেলেরা বাইরে ব্যানার লাগিয়ে চলে যায়। সকালে তা সরিয়ে ফেলা হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা তত্ত্বাবধায়ক মো. নাজিম উদ্দিন বলেন, ড্রেন নির্মাণের কারণে কয়েক দিন ধরে প্রধান ফটক বন্ধ রয়েছে। আপাতত সবাই পুলিশ ফাঁড়ির পাশের ছোট গেট দিয়ে যাতায়াত করছে। বাইরের কেউ বন্ধ গেটে তালা দেয়নি।
তবে গেটের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা জানান, রাত ১০টা ৩৫ মিনিটে কয়েকজন ছেলে বন্ধ গেটে ব্যানার টানিয়ে দেয়। এ সময় তা খুলে দেওয়া হয়।
ছাত্রদল নেতাদের বক্তব্য পাওয়া যায়নি। তারা রাতের বেলা ব্যানার টাঙানোর ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়ে থাকে। সকাল থেকে নম্বর বন্ধ। খুলনা জেলা ও মহানগর ছাত্রদলের সব নেতার মোবাইল নম্বর বন্ধ করে দেওয়া হয়েছে।