জাতিসংঘ ইসরাইল ও ফিলিস্তিনের পরিবর্তে বাংলাদেশের রাজনৈতিক ইস্যু নিয়ে কথা বলছে বলে অভিযোগ করেছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কাদের এ কথা বলেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ নিয়ে তাদের (জাতিসংঘ) ভাবতে হবে না। বাংলাদেশ সম্পর্কে তারা যে বক্তব্য দিয়েছে তা মিসলিড করেছে।
সেতুমন্ত্রী বলেন, সন্ত্রাসের সঙ্গে কোনো সংলাপ হতে পারে না। বিএনপি এখন সন্ত্রাসী দল। তাদের সঙ্গে আলোচনার প্রশ্নই আসে না। একই সঙ্গে কোনো দলকে নির্বাচন করতে বাধ্য করবে না সরকার। নির্বাচন কমিশন তাদের বৈঠকের আমন্ত্রণ জানালেও তারা সেখানে যাননি। তাই তাদের ডাকার প্রশ্নই আসে না।