প্রতিবছরেই বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছে। বিশ্বের অনেক দেশের মত সৌদি আরবেও রয়েছে অসংখ্য বাংলাদেশী। তবে এদের মধ্যে কিছু ব্যক্তিরা নানা কারণে দেশটির বিভিন্ন অঞ্চলে কারাগারে বন্ধি রয়েছে। তবে ঐ সকল বন্দী বাংলাদেশীদের মুক্ত করার লক্ষ্যে সৌদির কাছে বিশেষ অনুরোধ করলো বাংলাদেশ।
অনেক বাংলাদেশি সৌদি আরবের বিভিন্ন জেলখানায় রয়েছেন এবং তাদের মুক্তির বিষয়ে চেষ্টা করছে দূতাবাস। সেটির অংশ হিসাবে দেশটির হাইল অঞ্চলের জেলাখানায় থাকা বাংলাদেশিদের মুক্তির জন্য হাইলের গভর্নর প্রিন্স আবদুল আজিজ বিন সাদকে অনুরোধ করেছেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বুধবার (৩ নভেম্বর) গভর্নরের সঙ্গে বৈঠককালে এ অনুরোধ করেন রাষ্ট্রদূত। দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাটোয়ারী হাইলের জেলখানায় বিভিন্ন কারণে বন্দি বাংলাদেশি অভিবাসীদের মুক্তির ব্যাপারে গভর্নরের সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রদূত করোনা আক্রান্ত অভিবাসীদের বিনামূল্যে চিকিৎসা ও করোনা ভাইরাসের টিকা দেওয়ায় সৌদি সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এদিকে রাষ্ট্রদূত পাটোয়ারী হাইলের পুলিশ প্রধান মেজর জেনারেল ড. কিতাব আল ওতাইবির সঙ্গে বৈঠক করেন। এ সময় হাইলের পুলিশ প্রধান অভিবাসী বাংলাদেশিদের প্রশংসা করেন। রাষ্ট্রদূত নারী গৃহকর্মীসহ বাংলাদেশি অভিবাসীদের যেকোনও জরুরি সমস্যা সমাধানে পু/লি/শ প্রধানের সহযোগিতা কামনা করেন। হাইলের পু/লি/শ প্রধান এ সময় বাংলাদেশিদের ভাই সম্বোধন করে যেকোনও প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দেন। রাষ্ট্রদূত বুধবার হাইলে বসবাসরত বিভিন্ন শ্রেণি-পেশার বাংলাদেশি অভিবাসীদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। তিনি প্রবাসীদের সৌদি আরবে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধির আহ্বান জানান।
এদিকে সৌদি সরকার ১০ বিলিয়ন বৃক্ষ রোপণ করার উদ্যেগ গ্রহন করেছে। ইতিমধ্যে এরই লক্ষ্যে কার্যক্রম শুরু করে দিয়েছে দেশটি। এক্ষেত্রে ১০ বিলিয়ন বৃক্ষরোপণ কর্মসূচিতে দেশটিকে অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ।