নির্বাচনকে সামনে রেখে বিনা ভোটে আবারও ক্ষমতায় আসার পথ খুঁজছে বর্তমান সরকার। অথচ তারা জনগণের জন্য কাজ করে যাচ্ছে বলে গলা ফাঁটাচ্ছে। কিন্তু বাস্তবে নিজেদের পকেট ভরানোর জন্য সরকারের লোকজন মরিয়া।তারা আসলে জনগণের স্বাধীনতা চায় না শুধু তাদের স্বার্থ রক্ষায় সবকিছু করছে।জনগণের ভোটের অধিকার হরণ করে তাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে তারা। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ড. আসিফন নজরুল হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।
জনগণ সুষ্ঠু নির্বাচন চায়, এতে তার স্বার্থ আছে বলে। আমরা কেউ কেউ তা বোঝার চেষ্টা করি না। বরং বলি, প্রতিবার নির্বাচন হয়, এক দল ক্ষমতায় যায়, বারবার হেরে যায় মানুষ। এটাও বলি, নির্বাচন হচ্ছে জ্বলন্ত আগুন থেকে ফুটন্ত কড়াইয়ে যাওয়া, এতে মানুষের কোনো লাভ হয় না। কিন্তু আসলে কি তা-ই?