Sunday , November 10 2024
Breaking News
Home / Countrywide / নব দম্পতিকে বরণ করে নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নব দম্পতিকে বরণ করে নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রাসেলস সফর শেষে তার নববিবাহিত গৃহকর্মী নিদ্রা ও তার বরন করে নিলেন।

তিন দিনের সফর শেষে শুক্রবার দেশে ফেরার পর গণভবনে তাদের বরন করে নেন বঙ্গবন্ধু কন্যা। এর আগে গত ২৪ অক্টোবর বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার উপস্থিতিতে গৃহকর্মী নিদ্রা ও অ্যান্ড্রুর বিয়ে সম্পন্ন হয়।

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া তার এক ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য জানান।

স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘ব্রাসেলস থেকে ফিরেছেন গৃহকর্তা। গাড়িবারান্দায় মমতায় জড়ানো ফুল নিয়ে উপস্থিত কন্যাসম নিদ্রা ও নতুন বর এন্ড্রু। উপস্থিত অনেকের কাছেই তারা অচেনা, রহস্য অজানা। স্বয়ং গৃহকর্তা সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে সালাম করালেন। এ এক অভূতপূর্ব দৃশ্য।’

ঘটনার বর্ণনা দিতে গিয়ে বিপ্লব বড়ুয়া আরও লিখেছেন, ‘দীর্ঘদিনের গৃহকর্মী শেরপুরের মেয়ে নিদ্রা গত ২৪ অক্টোবর জাতির জনকের কনিষ্ঠ কন্যা শেখ রেহানার উপস্থিতিতে নেত্রকোনার ছেলে অ্যান্ড্রুকে বিয়ে করেন। আজ জাতির জনকের জ্যেষ্ঠ কন্যা, বর-কনে যুগলকে গৃহকর্তা শেখ হাসিনা বর-কনেকে আশীর্বাদ করলেন। যেন আটপৌড়ে বাঙালি মায়ের আসল রূপ।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক দিক তুলে ধরে তিনি লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার কাছে ঘরে-বাইরে সকলেই সমান, ব্যক্তিগত বড়কর্তা থেকে বাগানের মালি, নেই কোনও ভেদাভেদ। যার বাড়ির দৃশ্য নিয়ে কাজী নজরুল ইসলামের কথাই সত্য- যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু-বৌদ্ধ-মুসলিম খ্রিস্টান। যার বিশ্বাসের বেদীমূলে- আমার এ দেশ সব মানুষের, সব মানুষের।’

এরপর বিপ্লব বড়ুয়া শেখ হাসিনাকে নিয়ে লেখা একটি গান তুলে ধরে লিখেছেন, ‘নিদ্রা-এন্ড্রুর বরণদৃশ্য দেখে কেবলই মনে হলো- তুমি দেশের তুমি দশের, তুমি আমাদের মতো কেউ… তুমি বাংলাদেশের নেতা। জয়তু শেখ হাসিনা।’ তবে মানবিক দিক থেকে শেখ হাসিনা অনন্য তিনি এমনটিও তুলে ধরেন।

About bisso Jit

Check Also

গুলিস্তানে হামলার পরিকল্পনা: ১ ব্যাক্তিকে আটকের পর বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কার্যালয়ে একজন ব্যক্তিকে আটক করা হয়েছে। শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *