সকাল থেকেই আরামবাগে অবস্থান নেন জামায়াতের নেতাকর্মীরা। সেখানে পুলিশ ব্যারিকেড দিয়ে বাধা দেয়। দলটির নেতাকর্মীরা শাপলা চত্বরে যেতে চাইলেও পুলিশ যেতে দেয়নি। এরই মধ্যে বেলা ১২টা ৪৫ মিনিটের দিকে জামায়াতে ইসলামীর একদল নেতাকর্মী পুলিশের ব্যারিকেড ভেঙে শাপলা চত্বরে প্রবেশ করে।
শনিবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে শাপলা চত্বরে প্রবেশ করে দলটি।
জামায়াতের সমাবেশের মৌখিক অনুমতি নিয়ে রাজধানীর মতিঝিলের পেট্রোল পাম্পের পাশের ব্যারিকেড ভেঙে জামায়াতে ইসলামীর হাজার হাজার নেতাকর্মী।
অপরদিকে আরামবাগ স্কুলের সামনে মতিঝিল শাপলা চত্বরে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা প্রবেশ করে। দুই দিক থেকে পুরো শাপলা চত্বর দখল করে নেয় জামায়াতের কর্মীরা।
এদিন আরামবাগ মোড়ে জামায়াতে ইসলামী শিবিরের নেতাকর্মীরা ব্যারিকেড ভেঙে দেয়। তারা মতিঝিল ফুটবল ফেডারেশনের গলিতে দলে দলে সমাবেশে যোগ দেন
উভয়পক্ষে র্যাব ও পুলিশ উপস্থিত থাকলেও জামায়াতের কাউকে বাধা দেয়নি। নেতাকর্মীরা এলে পুলিশ রাস্তা ছেড়ে দেয়। এদিকে আশপাশে পুলিশ সতর্ক অবস্থান নিয়েছে। গোটা মতিঝিল এলাকা জুড়েই গরম অবস্থা তৈরি হয়েছে।