রাজধানীতে বিএনপির মহাসমাবেশে যোগ দিতে সিলেট থেকে হাজার হাজার নেতাকর্মী সড়ক, রেল ও বিমানযোগে ঢাকায় এসেছেন। শনিবার সকালে তারা সমাবেশে অংশ নেন।
ঢাকার প্রবেশপথে চেকপোস্ট, বাধা ও গ্রেফতার অভিযান এড়াতে সিলেটের নেতারা বিমানে এসেছেন বলে ধারণা করা হচ্ছে।
জানা গেছে, গত দুই-তিন দিন থেকে সিলেট জেলা ও মহানগরের ঢাকার বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন বিএনপির লাখো নেতাকর্মী। তাদের অধিকাংশ নেতা দলগতভাবে ঢাকায় না গিয়ে আলাদাভাবে সিলেট ছেড়েছেন।
এদিকে শুক্রবার বিকেলে ফ্লাইটে সিলেট থেকে সিলেট জেলা ও মহানগর বিএনপির শতাধিক নেতাকর্মী ঢাকায় পৌঁছেছেন।
তাদের মধ্যে ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান চৌধুরী, সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতা সিদ্দিকী, সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মুমিনুল ইসলাম মুমিন, সাধারণ সম্পাদক মাকসুদ আহমদ, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত তারেক, সাধারণ সম্পাদক মির্জা সম্রাট, এস.এম. জেলা স্বেচ্ছাসেবক। দলের আহ্বায়ক আবদুল আহাদ খান জামালসহ বিএনপির সহযোগী ও বিভিন্ন সাংগঠনিক ইউনিটের সভাপতি-সাধারণ সম্পাদকরা।
সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মিফতা সিদ্দিকী বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মুক্তির সংগ্রামের ডাক দিয়েছেন। সবাই যার যার মতো করে বিভিন্ন কৌশলে ঢাকায় এসেছেন।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী জানান, সমাবেশে সিলেট জেলা ও মহানগর বিএনপির অন্তত ১০ হাজার নেতা-কর্মী অংশ নিচ্ছেন।