স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি বা জামায়াত কাউকেই ২৮ অক্টোবর সমাবেশের অনুমতি দেওয়া হয়নি। বুধবার (২৫ অক্টোবর) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপি শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করলে কোনো বাধা থাকবে না। আর অনিবন্ধিত দল হিসেবে জামায়াত ওই ব্যানারে সমাবেশ করার কোনো অনুমতি পাবে না।
তিনি বলেন, বিএনপি শান্তিপূর্ণ সভা করতে চাইলে তা করবে। আমরা আপনাকে বাধা দেব না। গণতান্ত্রিক দেশে যে কেউ কথা বলতে পারে।
তবে এখন পর্যন্ত কোনো দলকে সমাবেশের অনুমতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমরা কাউকে অনুমতি দেইনি। বিএনপি কীভাবে সমাবেশের অনুমতি চেয়েছে, তা জানেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার। তারা মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় জানাচ্ছেন, কোথায় কীভাবে কর্মসূচি করবেন। তারা সারা দেশ থেকে লোক আনবে। বিএনপি যারা আছেন তাদের সবাইকে ঢাকায় আসতে বলা হয়েছে।এমন হলে ঢাকায় জায়গা দেওয়া যাবে না। ফলে কোথায় সমাবেশ করা ভালো হবে তা বিবেচনা করবেন পুলিশ কমিশনার।
তিনি বলেন, গণতন্ত্র চর্চার অধিকার সবার আছে। তবে তা করতে হবে নিয়মের মধ্যেই। নিয়মের বাইরে গেলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বলবে আপনি নিয়ম ভাঙছেন। তারা বললে আমরা ভাঙচুর ও অবরোধ করব। সেক্ষেত্রে কমিশনার তাদের অনুমতি দেবেন না।