স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আনসার ব্যাটালিয়নকে অপরাধীদের আটক, দেহ তল্লাশি ও মালামাল জব্দ করার ক্ষমতা দেওয়া হয়নি এবং ভবিষ্যতেও দেয়া হবে না। তিনি বলেন, দেশের কোনো আইন অনুযায়ী আনসারকে এ ধরনের ক্ষমতা দেওয়া হবে না।
বুধবার (২৫ অক্টোবর) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ফৌজদারি কার্যবিধির অধীনে আইনশৃঙ্খলা বাহিনীকে কাজ করতে হবে। আনসার ব্যাটালিয়নদের গ্রেফতার বা আটকের ক্ষমতা দিয়ে আইন প্রণয়নের কোনো সিদ্ধান্ত হয়নি। এটা একটা প্রোপাগান্ডা।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইনটি সংসদীয় স্থায়ী কমিটিতে আছে। সেখানে চলছে আলোচনা ও পর্যালোচনা।
আসাদুজ্জামান খান বলেন, পুলিশ ও আনসার বাহিনীই দেশের মানুষের জন্য কাজ করে।
গত ২৩ অক্টোবর অপরাধীকে আটক, দেহ তল্লাশি ও মালামাল জব্দের ক্ষমতা, পাশাপাশি পাচ্ছে আনসারবাহিনীতে বিদ্রোহের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে ‘আনসার ব্যাটালিয়ন বিল, ২০২৩’ সংসদে উঠেছে।
এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে বৈঠক শুরু হয়। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিলটি উত্থাপনের অনুমতি চাইলে জাতীয় পার্টির সদস্য ফখরুল ইমাম আপত্তি জানান। ফখরুল ইমাম বলেন, পুলিশের সমান্তরাল ক্ষমতা আনসারবাহিনীকে দেয়া হলে দুটি বাহিনীর অবস্থান মুখোমুখি হয়ে যেতে পারে। তিনি বিলটি প্রত্যাহারের দাবি জানান।