চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট করতে গিয়ে বাম উরুতে চোট পান সাকিব আল হাসান। এরপর দশদিন বিশ্রামের পাশাপাশি হালকা অনুশীলন করেন।
তবে ভারতের বিপক্ষে শেষ ম্যাচে বড় ঝুঁকির ভয়ে খেলা হয়নি সাকিবদের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজকের ম্যাচ নিয়েও ছিল অনিশ্চয়তা।
ম্যাচের আগে সোমবার মুম্বাইয়ে সংবাদ সম্মেলনে সাকিব নিজেই জানান, সবকিছু ঠিকঠাক থাকলে আফ্রিকার বিপক্ষে ম্যাচে খেলবেন।
নিজের ইনজুরি নিয়ে সাকিব বলেন, ‘ফিটনেস আপডেট, গতকাল যখন প্র্যাকটিস করেছি, আমার তেমন খারাপ লাগেনি। আমি আজ অনুশীলন করব। আশা করি, সবকিছু ঠিক থাকলে ইনশাআল্লাহ ফিট হয়ে যাব।’
এখন পর্যন্ত চার ম্যাচ খেলে তিন ম্যাচেই হারের বড় কারণ ছিল টাইগারদের ব্যাটিং ব্যর্থতা। সাকিব অবশ্য এখনই কিছু বলতে চান না, ‘যেহেতু আরও পাঁচটা ম্যাচ আছে, তাই টুর্নামেন্ট শেষেই মন্তব্য করলে ভালো হবে। অর্ধেক পথে কোনো মন্তব্য না করাই ভালো। খেলা শেষ হলেও দিতে পারব।’
সাকিবের আগে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে এসেছিলেন দলটির ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মার্করাম।
সাকিব প্রসঙ্গে তিনি জানান, ‘আমার মনে হয় সে (সাকিব) খেললে আপনি আপনার হোমওয়ার্ক করে মাঠে নামবেন এবং সে না খেললে তাদের টিম কম্বিনেশন কেমন হবে সেটা দেখে দল সাজাবেন। তাই আপনাকে দুটি বিষয়কেই মাথায় রাখতে হবে আসলে।’