Saturday , November 23 2024
Breaking News
Home / opinion / আমার কোন দাম নাই: পিনাকী

আমার কোন দাম নাই: পিনাকী

সম্প্রতি বাংলাদেশের প্রেক্ষাপটে শিক্ষা ব্যবস্থার যে অবনতি হয়েছে তাতে করে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে কাজ করার সক্ষমতা হারিয়েছে অনেকে।কারণ বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে যে ধরনের শিক্ষা প্রয়োজন সেটি দেশে পাওয়া সম্ভব নয়।আর সে জন্য যত কনফিডেন্ট থাকুক না কেন দেশের বাইরে এসে কাজ করা খুব কঠিন। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন পিনাকী ভট্টাচার্য হুবহু পাঠকদের জন্য নিচে দেওয়া হলো।

আমার সাথে কয়েকদিন আগে একজন দেখা করতে এসেছিলেন বাংলাদেশ থেকে। ফার্মা মার্কেটিং এ কাজ করেন। তিনি ফ্রান্সে আসবেন। তিনি খুব কনফিডেন্ট ফ্রান্সে মার্কেটিং এ তিনি খুব ভালো করবেন। কারণ বাংলাদেশে ফার্মা মার্কেটিং এ উনার খুব নামডাক।

আমি বাংলাদেশে থাকতেও মাল্টিন্যাশনলে কাজ করেছি। তখন দেখতাম বিভিন্ন দেশ থেকে এক্সিকিউটিভরা আরেক দেশে পোষ্টিং পাচ্ছে। বাংলাদেশ থেকে একেবারে পাচ্ছেনা তা না কিন্তু খুব অল্প আর হয়তো ইন্ডিয়া, সিঙ্গাপুর বা থাইল্যান্ডে। ইউরোপ আমেরিকায় একেবারেই কেউ যাইতে পারেনা। ইন্ডিয়া থেকে বাইরে যাচ্ছে অনেক। কেন? এই প্রশ্নটা মাথায় আসতো কিন্তু উত্তর পেতাম না। যদি বলা হয় সেলস রেজাল্ট সেটাতেও জনসংখ্যা বিচারে বাংলাদেশে ভালো, তাও বাংলাদেশের এক্সিকিউটিভদের দাম নাই গ্লোবাল মার্কেটে। সমস্যা কোথায়?

আমার দুই বছরের ইউরোপের প্রফেশনাল জীবনে এর উত্তর পেয়েছি। উত্তরটা খুব সিম্পল কিন্তু এই উত্তর কেউ আপনাকে বলবে না। গাই গুই করবে, পাশ কাটায়ে যাবে কিন্তু বলবে না। আমি আগে মনে করতাম আমরা ভালো ইংরেজি জানিনা, তাই মনে হয় আমাদের দাম কম। উহু না, ইংরেজি জানা না জানাটা খুব একটা বড় বিষয় না। ফ্রেঞ্চদের ইংরেজি খুবই দুর্বল।
আমি মার্কেটিং দিয়েই উদাহরণ দেই। যেহেতু আমার ক্যারিয়ার মুলত মার্কেটিং এ। বাংলাদেশে যেটাকে মার্কেটিং বলা হয় তা আদৌ কোন মার্কেটিং না। এইভাবে না করলে বেচাবিক্রি হবেনা জন্যই ওই দেশেই মানে বাংলাদেশেই আপনাকে রাখা হয়। আর কোথাও আপনার জায়গা হয়না। আমি দেশে থাকলে জানতেও পারতাম না, যা করছি তা নেহাৎই বা/ ল* ছা;ল।

এই দক্ষতা নিয়া, আমরা কিন্তু দুনিয়ার পেশাগত মানচিত্রে কোথাও নাই। তাতেও সমস্যা ছিলোনা। কিন্তু সমস্যা যা, তা হচ্ছে আমরা জানিনা যে আমরা গ্লোবাল ভালশুন। আমরা ভাবেই আম্বিয়া। এমন ভাব দুচাই যে দুনিয়ার সবচাইতে আমরা বড় তালেবর।

আসেন আমরা ভাবতে শিখি, আমরা গাড্ডায় আছি। আমরা দুনিয়ার এক প্রান্তে মলিন জমিনের এক কাদামাখা নর্দমায় শুয়ে আছি। আমি এই দুনিয়ার কেউ না, আমার কোন দাম নাই। এইটা যতোক্ষন না ভাবতে পারবেন ততক্ষণ কাদায় শুয়ে উন্মুক্ত আকাশের তারার চোখে চেয়ে স্বপ্ন আপনি দেখতে পারবেন না।

About Babu

Check Also

যে কারণে সেনাবাহিনীকে প্রস্তুতি নিতে বললেন সাংবাদিক ইলিয়াস

বিশিষ্ট সাংবাদিক ইলিয়াস হোসেন তার সাম্প্রতিক এক মন্তব্যে সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন। বুধবার (২০ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *